আপাতত শীর্ষে মহম্মদ রিজওয়ান। পাক ব্যাটার এখনও পর্যন্ত এবারের বিশ্বকাপের ৩ ম্যাচে করেছেন ২৪৮ রান।

ইংল্যান্ড-আফগানিস্তানের (ম্যাচ নম্বর ১৩) খেলা শেষের হিসেবে এই মুহূর্তে বাকি ব্যাটারদের পিছনে ফেলে সবার আগে রিজওয়ান।

ঝুলিতে এখনও ২১৮ রান নিয়ে খুব একটা পিছিয়ে নেই ডেভন কনওয়ে। ৩ ম্যাচে খেলেছেন তিনিও।

সর্বোচ্চ অপরাজিত ১৫২, চোখ ধাঁধানো ১১৪ গড়ে কনওয়ে বুঝিয়ে দিয়েছেন সেরা ব্যাটার হওয়ার দৌড়ে প্রবলভাবে রয়েছেন তিনি।

তিন নম্বরে হিটম্যান। ৩ ম্যাচে ২১৭ রান রোহিত শর্মার।

আফগানিস্তানের বিরুদ্ধে শতরান (১৩১), পাকিস্তানের (৮৬) বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন ভারতীয় অধিনায়ক।

এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান করা ব্যাটসম্যানদের তালিকায় চার নম্বরে কুইন্টন ডি কক।

দক্ষিণ আফ্রিকার এবারের বিশ্বকাপে খেলা জোড়া ম্যাচে জোড়া শতরান হাঁকিয়েছেন প্রোটিয়া কিপার-ব্যাটার। ২ ম্যাচে ঝুলিতে ২০৯ রান।

শ্রীলঙ্কা এবারের বিশ্বকাপে এখনও জয়ের খোঁজ না পেলেও স্বপ্নের ছন্দে কুশল মেন্ডিস।

২ ম্যাচে একটি শতরান সহ মোট ১৯৮ রান শ্রীলঙ্কার ব্যাটারের।