১৭৪। চলতি বিশ্বকাপের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর হাঁকালেন কুইন্টন ডি কক।
শ্রীলঙ্কা (১০০), অস্ট্রেলিয়ার (১০৯) পর বাংলাদেশ (১৭৪)। চলতি বিশ্বকাপে তৃতীয় শতরান ডি ককের।
৫ ম্যাচের শেষে ঝুলিতে ৪০৭ রান। চলতি বিশ্বকাপে সর্বোচ্চ।
কেরিয়ারের ১৫০ তম একদিনের আন্তর্জাতিকে ২০ তম শতরান হাঁকালেন কুইনি।
চলতি বিশ্বকাপে স্বপ্নের ছন্দে রয়েছেন দক্ষিণ আফ্রিকার উইকেট কিপার-ব্যাটার। দৌড়চ্ছে প্রোটিয়া ব্রিগেডও।
ওয়াংখেড়েতে ১৪০ বলে ১৫ টি চার ও ৭ টি ছক্কার সাহায্যে ১৭৪ রানের দাপিটে ইনিংস খেলেন কুইন্টন ডি কক।
একদিনের আন্তর্জাতিক কেরিয়ারে কোনও ম্যাচে এটি তাঁর তৃতীয়বার দেড়শোর বেশি রান।
চলতি বিশ্বকাপে প্রথম ব্যাটার হিসেবে ৪০০ রানের গণ্ডিও টপকালেন ডি কক। তাঁর পরেই রয়েছে বিরাট কোহলি (৩৫৪)।
চলতি বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর তালিকাতেও ওপরের দিকে পৌঁছে গিয়েছেন কুইন্টন ডি কক। বাংলাদেশের বিরুদ্ধে ৭ ছক্কা মেরে আপাতত মোট ১৫ ছক্কা মেরেছেন তিনি। এবারের এখনও সবথেকে বেশি ওভার বাউন্ডারি রোহিত শর্মার (১৭)।
পাকিস্তানের বিরুদ্ধে ডেভিড ওয়ার্নারের হাঁকানো ১৬৩ রান টপকে গিয়ে চলতি বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর করে ফেললেন ডি কক (১৭৪)।