আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস আজ আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস। প্রতি বছরের ৮ মে দিনটি পালন করা হয়। এই দিনটিতে রক্তের জটিল রোগের বিষয়ে সচেতনতামূলক প্রচার করা হয়। থ্যালাসেমিয়া সম্পর্কে সাধারণ মানুষের ভুল ধারণা দূর করার চেষ্টাও করা হয়।
আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস কোনও ব্যক্তি থ্যালাসেমিয়ায় আক্রান্ত হলে তাঁর শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে কমে যায়। শরীরে হিমোগ্লোবিনের ফলে রক্তের লোহিত কণিকার মাধ্যমে অক্সিজেন সরবরাহ হয়। এর ফলে কেউ থ্যালাসেমিয়ায় আক্রান্ত হলে শরীরে অক্সিজেনের ঘাটতিও দেখা দিতে পারে। থ্যালামেসিয়া হলে শরীরে রক্তাপ্লতাও দেখা দিতে পারে।
আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস ১৯৯৪ সালে প্রথমবার আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়। ১৯৯৬ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে একযোগে থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ ও চিকিৎসা সংক্রান্ত কাজ চালাচ্ছে থ্যালাসেমিয়া ইন্টারন্যাশনাল ফেডারেশন।
আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস থ্যালাসেমিয়া নিয়ে অনেকেরই ভুল ধারণা রয়েছে। সেই কারণে ১৯৯৬ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য় সংস্থা সচেতনতামূলক প্রচার চালাচ্ছে।
আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস অনেকেরই ধারণা, রক্তাপ্লতার ফলে থ্যালাসেমিয়া আক্রান্তরা সবসময় দুর্বল ও ক্লান্ত থাকেন। কিন্তু এই ধারণা ঠিক নয়। ঠিকমতো চিকিৎসার ফলে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন থ্যালাসেমিয়া আক্রান্তরা।
আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস বাবা-মা দু’জনেই থ্যালাসেমিয়া আক্রান্ত হলে সন্তানের জন্মের সময়ই এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা ২৫ শতাংশ থাকে। তবে বাবা-মায়ের মধ্যে কোনও একজন থ্যালাসেমিয়া আক্রান্ত হলে সন্তানের আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় নেই। এ বিষয়ে ভুল ধারণা প্রচলিত বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস থ্যালাসেমিয়া কোনওভাবেই সারে না বলে যে ধারণা প্রচলিত, সেটিও ভুল বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখন বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে অনেকেই সুস্থ হয়ে উঠছেন। তবে এই প্রক্রিয়া জটিল এবং এতে যথেষ্ট ঝুঁকিও রয়েছে। চিকিৎসার খরচও প্রচুর। তাই সবার পক্ষে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট করানো সম্ভব হয় না।
আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট না করেও, নির্দিষ্ট সময় অন্তর রক্ত দেওয়া এবং চিকিৎসার মাধ্যমে থ্যালাসেমিয়া আক্রান্তরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।
আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস বিশ্বে প্রতি বছর জন্ম নেয় এক লক্ষ থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু। যার মধ্যে ১০ হাজার শিশু ভারতের। থ্যালাসেমিয়া আটকাতে বিয়ের আগে রক্ত পরীক্ষায় জোর দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস এদিকে, থ্যালাসেমিয়া মুক্ত ভারত গড়ার লক্ষ্যে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে রোটারি ইন্টারন্যাশনালের উদ্যোগে কলকাতায় আয়োজন করা হয় সচেতনতা মিছিলের। এই মিছিলে হাঁটেন রাসবিহারীর তৃণমূল বিধায়ক, শহরের বিশিষ্ট চিকিৎসক সহ বহু মানুষ।