আজ, ২০ ফেব্রুয়ারি বিশ্ব তিমি দিবস
হাওয়াইয়ের মাউইতে আয়োজিত হয় মাউই তিমি উৎসব
কমবেশি পাঁচ কোটি বছর আগে পৃথিবীতে তিমির পূর্বপুরুষ
দাঁতের উপস্থিতির উপর নির্ভর করে ২টি ভাগে বিভক্ত তিমি প্রজাতি
দাঁত থাকলে টুথড হোয়েল, না হলে ব্যালেন হোয়েল
জলের ফোয়ারা ছুটিয়ে বুদবুদ তৈরি করে পাকড়াও শিকার
বিজ্ঞানীরা জানাচ্ছেন, প্রতিটি তিমির লেজ আলাদা
পাখনা ও পিঠের গড়নের ভিত্তিতেও তিমি চেনা যায়
তিমির মল ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরির সহায়ক, যা কার্বন শুষে নেয়
তিমি শিকার, পরিবেশ দূষণে বিপদে তিমি়। ছবি: pixabay