মাউন্ট এভারেস্টে ফোন টাওয়ার নেপালের বেসরকারি টেলিকমিউনিকেশন সংস্থার উদ্যোগ বিশ্বের সর্বোচ্চ ফোন টাওয়ার: ৫, ২০০ মিটার উচ্চতায় তৈরি ফোর জি পরিষেবা: অতি দ্রুত সংযোগ মিলবে, জানা গেছে বুধবার 'বেস ট্রান্সিভার স্টেশন': অন্তত পাঁচটি স্থানে তৈরি হবে টাওয়ার তৈরির স্থান: সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৮৩০ - ৫,২০৪ মিটার উচ্চতা উদ্যোগের কারণ: পার্বত্য এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নতি কবে চালু পরিষেবা? লক্ষ্য এই বছরের শেষ ত্রৈমাসিক এভারেস্ট চূড়ায় ফোর জি সংযোগ পাওয়া যেতে পারে, দাবি সংস্থার ভৌগলিকভাবে প্রত্যন্ত অঞ্চল: ভাল পরিষেবা বিপর্যয় মোকাবিলা বাহিনীর সাহায্য করবে আং শেরিং শেরপার কথায়, 'নিঃসন্দেহে এই খবর অত্যন্ত আনন্দের'