Image Source: PTI

জম্মু-কাশ্মীর। ভূস্বর্গ নামেই খ্যাত। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম আবহাওয়া- সব মিলিয়ে দেশ-বিদেশের পর্যটকদের কাছে মোট ওয়ান্ডেট ডেস্টিনেশন।

Image Source: PTI

বরাবরই কাশ্মীরে ছুটে গিয়েছেন সারা দেশের পর্যটকরা। প্রতি বছরই কাশ্মীরের জন্য ঢল নামে বিদেশি পর্যটকদেরও।

Image Source: PTI

অমরনাথ যাত্রা, বৈষ্ণোদেবী মন্দিরের মতো তীর্থস্থানও রয়েছে। যার জন্য প্রতিবছর হাজার হাজার পুণ্যার্থী অধীর আগ্রহে অপেক্ষা করেন।

Image Source: PTI

শ্রীনগর থেকে পহেলগাঁও। সোনমার্গ থেকে গুলমার্গ- একের পর এক ডালি নিয়ে পর্যটকদের জন্য বসে থাকে কাশ্মীর।

Image Source: PTI

শুধুই কি প্রাকৃতিক সৌন্দর্য? কাশ্মীরের টান রয়েছে আরও। আপেলের খোঁজেও অনেকে কাশ্মীরে যান। কাশ্মীরের আপেলের বাগান পৃথিবী বিখ্যাত।

Image Source: PTI

কাশ্মীরের আরও একটি আকর্ষণ জাফরান। বহুমূল্য এই মশলা বিভিন্ন কাজে ব্যবহার হয়। এর টানে বহু দেশি-বিদেশি পর্যটক এখানে এসেছেন।

Image Source: PTI

কাশ্মীরের পশম, শাল-শীতবস্ত্র আকর্ষণের আরও একটি দিক। তারই সঙ্গে রয়েছে হাতের কাজের নানা জিনিস।

Image Source: PTI

কাশ্মীরের সঙ্গে ক্রিকেটের যোগসূত্র রয়েছে। কাশ্মীরি উইলোর ব্যাট পৃথিবী বিখ্যাত। কাশ্মীর উপত্যকায় বিভিন্ন কারখানা রয়েছে যেখানে ক্রিকেট ব্যাট তৈরি হয়।