ভয়ঙ্কর ঘটনা: আস্ত একটা মানুষকে গিলে ফেলল ২১ ফুট লম্বা অজগর, পেট কেটে উদ্ধার মৃতদেহ
এরপরই গ্রামবাসীরা অজগরটির পেট চিরে আকবরের মৃত দেহ উদ্ধার করেন। এই প্রজাতির অজগররা প্রথমে গলায় ফাঁস দিয়ে শ্বাসবন্ধ করে শিকারকে হত্যা করে এবং পরে গিলে ফেলে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅজগরটিকে ধরার পর সেটির পেটের মধ্যে আকবরের বুটটি পরিষ্কার দেখা যাচ্ছিল বলে জানিয়েছেন গ্রামের সেক্রেটারি।
পরের দিন আকবরের বাড়ির পিছনে বাগানে দেখতে পাওয়া যায় অজগরটিকে। আগের দিন রাতেই প্রতিবেশীরা বাগান থেকে কোনও ব্যক্তির আর্ত চিত্কার শুনতে পেয়েছিলেন। তাই তাঁদের সন্দেহ হয় অজগরটি হয়ত আকবরকে গিলে খেয়ে ফেলেছে।
ইন্দোনেশিয়ার সুলাউয়েসিতে মাঠের কাছ করতে গিয়ে নিখোঁজ হয়ে যান আকবর সালুবিরো নামে ২৫ বছরের এক কৃষক।
ইন্দোনেশিয়ার একটি গ্রামে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। সাত মিটার বা ২১ ফুট লম্বা অজগরের পেট চিরে যা পাওয়া গেল তাতে গ্রামবাসীরা বাকরুদ্ধ হয়ে যান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -