নাচ করার জন্যে কিশোরী গ্রেফতার ইরানে, প্রতিবাদে রাস্তা, ঘর, গলিতে নাচ ইরানি মহিলাদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Jul 2018 01:38 PM (IST)
1
মেয়েটির দোষ তিনি নাচের সময় হিজাব বা স্কার্ফ কিছু পরে ছিলেন না। প্রসঙ্গত, সে দেশে মেয়েদের পোশাক নিয়েও নানা নিয়মকানন রয়েছে। সমস্ত ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া
2
এখন সারা দুনিয়া জুড়েই মহিলাদের উন্নয়ন, নারী শিক্ষা, মহিলাদের অগ্রগতির জন্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে
3
সেই সময় দাঁড়িয়ে আচমকা ইরানে সম্প্রতি এক অদ্ভূত ঘটনা ঘটে।
4
সম্প্রতি সেখানকার এক কিশোরী পশ্চিমী গানের সঙ্গে নাচেন এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। এই সামান্য কারণের জন্যে তাঁকে গ্রেফতার করে সেখানকার পুলিশ।
5
এখন সেখানকার মেয়েরা ইরানের রাস্তা, পথঘাট, গলি থেকে রাজপথ সবজায়গাতেই নাচা শুরু করেছেন
6
এক কিশোরীকে শুধুমাত্র নাচ করার জন্যে গ্রেফতার করল সেখানকার পুলিশ
7
এই তালিবানি শাসনের প্রতিবাদে এবার সোচ্চার হয়ে উঠেছেন সেখানকার প্রমীলাবাহিনী।