নাচ করার জন্যে কিশোরী গ্রেফতার ইরানে, প্রতিবাদে রাস্তা, ঘর, গলিতে নাচ ইরানি মহিলাদের
মেয়েটির দোষ তিনি নাচের সময় হিজাব বা স্কার্ফ কিছু পরে ছিলেন না। প্রসঙ্গত, সে দেশে মেয়েদের পোশাক নিয়েও নানা নিয়মকানন রয়েছে। সমস্ত ছবি সৌজন্যে সোশ্যাল মিডিয়া
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএখন সারা দুনিয়া জুড়েই মহিলাদের উন্নয়ন, নারী শিক্ষা, মহিলাদের অগ্রগতির জন্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে
সেই সময় দাঁড়িয়ে আচমকা ইরানে সম্প্রতি এক অদ্ভূত ঘটনা ঘটে।
সম্প্রতি সেখানকার এক কিশোরী পশ্চিমী গানের সঙ্গে নাচেন এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। এই সামান্য কারণের জন্যে তাঁকে গ্রেফতার করে সেখানকার পুলিশ।
এখন সেখানকার মেয়েরা ইরানের রাস্তা, পথঘাট, গলি থেকে রাজপথ সবজায়গাতেই নাচা শুরু করেছেন
এক কিশোরীকে শুধুমাত্র নাচ করার জন্যে গ্রেফতার করল সেখানকার পুলিশ
এই তালিবানি শাসনের প্রতিবাদে এবার সোচ্চার হয়ে উঠেছেন সেখানকার প্রমীলাবাহিনী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -