সার্জারি করিয়ে ‘অ্যাঞ্জেলিনা জোলি’ হয়েছিলেন এই ইরানি মহিলা, এখন তিনি কী বলছেন শুনুন
কিন্তু অ্যাঞ্জেলিনা জোলির মতো হতে গিয়ে তিনি চোখে নীল রঙের লেন্স পরেছিলেন
এখানে ভাল করে লক্ষ্য করুন সাহারের আসল চোখের মণির রং খয়েরি।
সেখানে তাঁকে দেখলেই ভয় লাগছিল
সম্প্রতি নিজের ইন্সটাগ্রামে আসল চেহারার ছবি প্রকাশ করেন সাহার
সেখানে তাঁকে দেখলেই ভয় লাগছিল
অস্ত্রোপচার, মেকআপ এবং ফটোশপের সৌজন্যে নিজের এই চেহারা তৈরি করেন সাহার
তাঁর আসল লক্ষ্যই ছিল এইভাবে তাঁর ইন্সটাগ্রামে ফলোয়ার সংখ্যা বাড়ানো
প্রসঙ্গত, নিজেকে কদাকার দেখাতে ইচ্ছে করেই এই কাজটি করেছিলেন সাহার।
এবার তিনি সামনে আনলেন নিজের আসল চেহারা
নিজের কদাকার চেহারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সমালোচিত হন তিনি
তিনি ৫০টি অস্ত্রোপচার করেছিলেন বলে শোনা যায় সেসময়। তবে সেটা সঠিক নয়।
এই জন্যে সাহার তাবার অস্ত্রোপচার করিয়েছেন বলে গত বছর শোনা গিয়েছিল।
বাসনা ছিল যেন অ্যাঞ্জেলিনা জোলির মতো দেখতে হয় তাঁকে।