মাত্র ১১ বছর বয়সেই কলাবিভাগে স্নাতক এই খুদে!
পরিবারের দাবি, মাত্র ২ বছর বয়সেই অঙ্কে তুখোড় হয়ে ওঠে উইলিয়াম। ৪ বছর বয়সে বীজগণিত শেষ করে ফেলেছিল সে। ছবি সৌজন্য- সেন্ট পিটার্সবার্গ কলেজ
এখানে বলে রাখা দরকার, মাত্র ৯ বছর বয়স থেকেই উইলিয়াম কলেজ যেতে শুরু করে। তার এই অনন্য কৃতিত্বে তার বাবা-মা জানান, ছোট থেকেই স্মার্ট উইলিয়াম। ছবি সৌজন্য- সেন্ট ফেসবুক
উইলিয়াম বলেছে, সকলেই ঈশ্বরের থেকে কিছু না কিছু উপহার পেয়েছেন। আমি পেয়েছি জ্ঞান, বিজ্ঞান ও ইতিহাসের পুরস্কার। উইলিয়ামের আশা, ১৮ বছরেই ডক্টরেট সম্পন্ন করার। সে জানিয়েছে, বিজ্ঞানের মাধ্যমে পৃথিবীতে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করতে। ছবি সৌজন্য- সেন্ট ফেসবুক
উইলিয়ামের এই সাফল্যে সেন্ট পিটার্সবার্গ কলেজের সভাপতি তোজুনা বলেন, উইলিয়ামের কৃতিত্বে আমরা দারুন খুশি। ছবি সৌজন্য- সেন্ট পিটার্সবার্গ কলেজ
যে বয়সে অন্যান্য পড়ুয়া স্কুলের গণ্ডিও পার করে না, সেই বয়সে স্নাতক হয়ে তাক লাগিয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্রের এক খুদে পড়ুয়া। ফ্লোরিডার সেন্ট পিটার্সবার্গ কলেজ থেকে মাত্র ১১ বছর বয়সে কলা বিভাগে স্নাতক পাশ করল উইলিয়াম মাইল্স। উইলিয়াম এখন ওই কলেজের সর্বকনিষ্ঠ স্নাতক। আগামী মাসে ইউএসএফ-এর সঙ্গে যুক্ত হতে চলেছে উইলিয়াম, যেখানে সে উচ্চশিক্ষা লাভ করবে। উইলিয়ামের ইচ্ছা, সে বিজ্ঞানী হবে। ছবি সৌজন্য- ফেসবুক