দক্ষিণ মেরু অঞ্চলে প্রথম বিয়ে করে ইতিহাস গড়লেন ব্রিটিশ দম্পতি
টম ও জুলির আলাপ হয় ১১ বছর আগে। তিন বছর আগে তাঁদের বাগদান হয়। আর এবার সাতপাকে বাঁধা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন জনা ২০ অতিথি। বিয়ের শপথবাক্য পাঠ করান স্টেশন লিডার তথা বিএটি ম্যাজিস্ট্রেট পল স্যামওয়েজ।
এমনিতে লোকে নববধূকে সোনা বা হীরের আংটি পরিয়ে থাকেন। টম নিজের সদ্যবিবাহিতা স্ত্রীকে পিতলের আংটি পরান। সেটি তিনি নিজে গবেষণা কেন্দ্রের লেদ-মেশিনে বানিয়েছেন।
কনের পোশাক তৈরি করা হয়েছে তাঁবুর কাপড় থেকে। ছবি তোলার সময় তাপমাত্রা ছিল মাইনাস ৯ ডিগ্রি সেলসিয়াস।
আন্টার্কটিক উপদ্বীপের পশ্চিমে অবস্থিত অ্যাডিলেড আইল্যান্ডের রোথেরা গবেষণা কেন্দ্রে বিয়ে করেন টম সিলভেস্টার ও জুলি বাউন।
টম জানান, তিনি কখনও কল্পনা করেননি যে তাঁর বিয়ে পৃথিবীর অন্যতম বিচ্ছিন্ন ও দুর্গম স্থানে হবে।
মিয়াঁ-বিবি দুজনই অভিজ্ঞ পর্বতারোহী, প্রশিক্ষক এবং অভিযাত্রী দলের নেতা।
ব্রিটিশ আন্টার্কটিক অঞ্চলে (বিএটি) প্রথম সরকারি বিবাহবন্ধনে আবদ্ধ হলেন দুই মেরু-গাইড।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -