ভারতকে ঘিরতে প্রত্যেক পন্থা অবলম্বন করছে চিন, জানুন ‘ড্রাগন’-দের অ্যাকশন প্ল্যান
২০১৮ সালের জন্য প্রতিরক্ষা বাজেট ৮.১ শতাংশ বৃদ্ধি করেছে চিন। বলে রাখা প্রয়োজন, চিনের প্রতিরক্ষা বাজেট ভারতের তিনগুণ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশ্রীলঙ্কার সঙ্গেও সুসম্পর্ক তৈরি করে ফেলেছে চিন। ২০১৭ সালে নিজেদের হাম্বানটোটা বন্দর ৯৯ সালের জন্য চিনকে দিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। অর্থাৎ, ভারতীয় মহাসাগরে সরাসরি নিজেদের উপস্থিতি বৃদ্ধি করছে চিন। সেখানেই মায়ানমারের কেয়োকপ্যুতে বন্দর তৈরি করছে চিন। এছাড়া, ওই বন্দরে চিনা নৌসেনার অবাধ যাতায়াত রয়েছে। ইতিমধ্যেই চিন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে কোকো দ্বীপে নিজেদের শক্তি বাড়িয়ে নৌসেনার জন্য আধুনিক ব্যবস্থা তৈরি করে ফেলেছে।
আক্রমণাত্মক নীতির ওপর সম্প্রতি জোর দিতে শুরু করেছে চিন। ভারতকে ঘিরতে ‘স্ট্রিং অফ পার্লস’ তৈরি করেছে চিন, এখন তাকে আরও একধাপ বাড়িয়ে সেই ভারতের প্রতিবেশী রাষ্ট্রের ওপর গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে, যাদের সঙ্গে ভারত সীমান্ত ভাগ করে নেয়। যেমন, পাকিস্তানকে সাহায্য করে ভারতের বিরুদ্ধে তাদের উস্কানি দেয়। পাকিস্তানের গ্বদর বন্দরে আগে থেকেই উপস্থিতি রয়েছে চিনের। এই বন্দরটি ভারতীয় সীমান্ত থেকে অত্যন্ত কাছে রয়েছে। এর পাশাপাশি, নেপাল এবং বাংলাদেশকেও অর্থের টোপ দিয়ে নিজেদের দিকে ঝোঁকাতে চাইছে চিন।
সম্প্রতি, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ সংসদে জানান, ডোকালামে দুদেশের সেনা হয়ত পিছিয়ে এসেছে। কিন্তু, চিন সেখান থেকে কিছুটা দুরে উত্তর ডোকালামে এখনও রয়েছে। সেখানে যুদ্ধকালীন পরিস্থিতিতে তৈরি করা হচ্ছে সেনা ব্যারাক ও হেলিপ্যাড। প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সুভাষ রাও ভামরেও সম্প্রতি সতর্ক করে জানান, চিন-সীমান্তে অস্থিরতা বজায় রয়েছে এবং ভবিষ্যতে সেই অস্থিরতা আরও বৃদ্ধি পেতে পারে।
সূত্র অনুযায়ী, ডোকালামে ভারতীয় ছাউনির আশেপাশে অত্যন্ত দ্রুততার সঙ্গে সামরিক পরিকাঠামো বাড়িয়ে চলেছে চিনা সেনা। এখনও পর্যন্ত চিন এখানে ১.৩ দৈর্ঘ্য কিলোমিটার সড়ক তৈরি করে ফেলেছে। এর পাশাপাশি, ভারতীয় ছাউনির চার কিলোমিটারের মধ্যে যোগাযোগ ট্রেঞ্চ-ও নির্মাণ করে ফেলেছে চিন।
সীমান্তে সর্বক্ষণ ভারতকে ঘেরার চেষ্টা করছে চিন। সবচেয়ে সাম্প্রতিকতম উদাহরণ হল সিকিম-ভূটান-তিব্বত ট্রাই-জংশন লাগোয়া ডোকালাম। যেখানে ভারতীয় সেনা ছাউনি লাগোয়া অঞ্চলে ১.৩ কিলোমিটার দৈর্ঘ্য রাস্তা তৈরি করে ফেলেছে চিন। এই রাস্তাকে ব্যবহার করে ওই এলাকায় ভারতীয় সেনার চোখ এড়িয়ে একেবারে দক্ষিণ ডোকালাম পর্যন্ত পৌঁছে যেতে চাইছে বেজিং।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -