ছবিতে দেখুন: ইমরানের খানের বর্ণময় জীবন
চলতি বছরের গোড়ায় নিজের আধ্যাত্মিক গুরু বুশরা মানিকের সঙ্গে তিন নম্বর বিয়ে সারেন ইমরান। ছবি সৌজন্য- ফেসবুক
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১৫ জানুয়ারিতে, ৬৩ বছরের ইমরান বিবিসি-র নিউজ অ্যাঙ্কর রেহম খানের সঙ্গে বিয়ে করেন। কিন্তু, ওই বছরের অক্টোবরে রেহমকে তালাক দেন তিনি। ছবি সৌজন্য- ফেসবুক
পাকিস্তানে কর্মরত ব্রিটিশ সাংবাদিক জেমিমা খানের সঙ্গে প্রথম বিয়ে সারেন ইমরান। সেই সময় ইমরানের বয়স ৪২ আর জেমিমার বয়স ২১ ছিল। ২০০৪ সালে দুজনের বিচ্ছেদ হয়। ছবি সৌজন্য- ফেসবুক
এখনও পর্যন্ত তিনবার বিয়ে করেছেন ১৯৯২ ক্রিকেট বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের অধিনায়ক ইমরান। ছবি সৌজন্য- ফেসবুক
এ-ও শোনা গিয়েছিল, পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর সঙ্গেও সম্পর্কে ছিলেন ইমরান। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দুজনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ছবি সৌজন্য- ফেসবুক
ইমরান খানের প্রেম কোনও সীমানায় সীমাবদ্ধ ছিল না। একটা সময় শোনা গিয়েছিল, প্রাক্তন বলিউড অভিনেত্রী জীনত আমনের সঙ্গেও চুটিয়ে প্রেম করেছেন ইমরান। ছবি সৌজন্য- ফেসবুক
মেয়েকে নিজের সন্তান বলে গ্রহণ করতে রাজি হননি ইমরান। তবে, পরে ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হয়, মেয়েটি ইমরানের ঔরসজাত। ছবি সৌজন্য- ফেসবুক
প্রথমবার সীতা হোয়াইটের সঙ্গে সম্পর্ক নিয়ে চর্চায় চলে আসেন ইমরান। তখন ১৯৮৭-৮৮ সাল। খবর অনুযায়ী, ১৯৯১ সাল দুজনের মধ্যে সম্পর্কের গভীরতা তখন প্রচণ্ড পরিমাণে বেড়ে গিয়েছিল। ১৯৯২ সালে এক কন্যাসন্তানের জন্ম দেন সীতা। আর সেই সন্তানকে ঘিরেই যাবতীয় বিতর্কের সূত্রপাত। ছবি সৌজন্য- ফেসবুক
তবে, ক্রিকেট বা রাজনীতির বাইরে অন্য একটি কারণে ইমরান খান বহুচর্চিত ব্যক্তিদের একজন। এর অন্যতম কারণ হল, বিশ্বে একাধিক জনপ্রিয় সুন্দরীর সঙ্গে এই প্রাক্তন ক্রিকেটারের সম্পর্ক ছিল। আজ এখানে সেই সুন্দরীদের কথা বলা হল, যাঁদের সঙ্গে সম্পর্ক ঘিরে বিভিন্ন সময়ে খবরের শিরোনামে চলে এসেছিলেন ইমরান। ছবি সৌজন্য- ফেসবুক
পাকিস্তানের সাধারণ নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে উঠে এসেছে ক্রিকেটার-রাজনীতিবিদ ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। তাঁকে পাকিস্তানের ভাবী প্রধানমন্ত্রী হিসেবেও দেখা হচ্ছে। ছবি সৌজন্য- ফেসবুক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -