নিছক বার্ষিক প্রথা! ডেনমার্কে নিধন হল কয়েক’শ তিমি-ডলফিন, ছবি শিউরে ওঠার মতো
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Jun 2019 04:06 PM (IST)
1
এরপর তোর্শাবান সৈকতে চলে নির্বিচার তিমি ও ডলফিন হত্যালীলা। প্রসঙ্গত, ফারো দ্বীপপুঞ্জে তিমি হত্যা আইনসম্মত।
2
কী করে চলে এই হত্যালীলা? জানা গিয়েছে, প্রথম স্থানীয় মৎস্যজীবীরা তিমি মাছগুলির গতিপথের ওপর নজরদারি চালায়। ফারো দ্বীপপুঞ্জের যে অংশটি ডেনমার্কের অন্তর্গত, সেখান দিয়ে তিমিগুলি প্রব্রজন করার সময় বড় বড় নৌকা দিয়ে সেগুলিকে খাঁড়ির দিকে নিয়ে আসা হয়।
3
খবরে প্রকাশ, ১৪৫ পাইলট তিমি ও সাতটি সাদা ডলফিনকে গত ২৯ মে তোর্শাবান সৈকতে হত্যা করা হয়।
4
এই ভয়াবহ হত্যালীলার জেরে সমুদ্রের জল গাঢ় লাল হয়ে গিয়েছে। সেই ছবি দেখলে শিউরে উঠতে হবে।
5
বার্ষিক প্রথা ও রীতির অঙ্গ হিসেবে ডেনমার্কের ফারো দ্বীপে সম্প্রতি নিধন করা হল কয়েক’শ তিমি-ডলফিনকে। সেই ছবি প্রকাশ্যে আসতেই চারদিকে তুমুল শোরগোল পড়ে গিয়েছে। উঠেছে বিতর্কের ঝড়।