মাত্র ২০ বছর বয়স, একদিনে সাতবার স্ট্রোক! সেলফি তুলতে দেখে ডাক্তাররা চিকিৎসা করতে চাননি
অল্পবয়সে স্ট্রোক সম্পর্কে লুনা এখন সচেতনতা প্রচারের কাজ করছেন। সাধারণত, অল্প বয়সে এভাবে একের পর এক স্ট্রোক ব্যতিক্রমী। ছবি -ফেসবুক
লিঙ্কন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া প্রোডাকশন কোর্সের ছাত্রী লুনা এখন স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার চেষ্টা করছেন। ছবি -ফেসবুক
সারাজীবন লুনাকে ওষুধপত্রের ওপরই নির্ভরশীল থাকতে হবে। ছবি -ফেসবুক
পরীক্ষায় ধরা পড়ে, লুনার মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে গিয়েছে। তাই তাঁর মস্তিষ্কের মাত্র ২০ শতাংশই কাজ করবে। ছবি -ফেসবুক
এরপরও ডাক্তাররা ভালোভাবে খতিয়ে দেখে নেন, লুনা আসলেই নেশাগ্রস্ত নন কিনা। পরীক্ষায় নিশ্চিত হওয়ার পর ওষুধ দেন তাঁরা। ছবি -ফেসবুক
কিন্তু স্ট্রোকের কারণে লুনার মুখের বাঁদিক আচমকা বেঁকে যায় এবং তিনি মাটিতে পড়ে যান। তখন ডাক্তাররা বুঝতে পারেন যে, মেয়েটি আসলে সত্যিই অসুস্থ। এরপর তাঁরা চিকিত্সা শুরু করেন। ছবি -ফেসবুক
আসলে হাসপাতালে বসে ডাক্তারের অপেক্ষা করতে করতে লুনা মোবাইলে নিজের সেলফি তুলতে শুরু করেন। ডাক্তার যখন আসেন, তখন লুনাকে সেলফি তুলতে ব্যস্ত দেখে তাঁরা ভেবে বসেন, মেয়েটি নিশ্চয় নেশা করেছে।ছবি -ফেসবুক
এরপরও ডাক্তাররা তাঁর চিকিৎসা করতে অস্বীকার করেন। ছবি -ফেসবুক
ইংল্যান্ডের নরফোকের বাসিন্দা লুনা জার্ভিসের বয়স মাত্র ২০। তাঁর একই দিনে ৭ বার স্ট্রোক হয়েছিল। ছবি -ফেসবুক
কেউ কি এমন কথা শুনেছেন? মাত্র ২০ বছরের মেয়ে। তার একটা দিনেই সাত বার স্ট্রোক হয়েছে? শুনতে অবাক ঘটনা মনে হলেও বাস্তবে সে রকমই ঘটেছে একটি মেয়ের সঙ্গে। ছবি -ফেসবুক