রোহিঙ্গা ইস্যুতে মুখ খুলে শিরোপা খোয়ালেন মিস মায়ানমার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Oct 2017 07:35 PM (IST)
1
তবে, ইতিমধ্যেই সোশ্যল মিডিয়ায় তিনি ভীষণই জনপ্রিয়।
2
এখানে বলে রাখা প্রয়োজন, শোয়ের বয়স মাত্র ১৯ বছর।
3
যদিও, শোয়ের পাল্টা দাবি, ওই ভিডিওটির জন্যই তাঁর শিরোপা ফেরত নেওয়া হয়েছে।
4
যদিও, শিরোপা প্রত্যাহার করার বিষয়টি অস্বীকার করেছে আয়োজকরা।
5
জানা গিয়েছে, এধরনের পোস্ট করার জন্য তাঁর থেকে মিস মায়ানমারের শিরোপা ফিরিয়ে নেয় আয়োজকরা।
6
তিনি জানান, ভিডিওতে দেখানো শবদেহগুলি সেই ব্যক্তিদের, যাদের হত্যা করেছে রোহিঙ্গা মুসলিমরা।
7
ভিডিওতে শোয়ে দাবি করেন, মায়ানমারে যে হিংসা চলছে, তার জন্য একমাত্র দায়ী রোহিঙ্গা মুসলিমরা।
8
সেখানে একটি ভিডিওতে তিনি যা দাবি করেছেন, তার থেকেই শুরু হয় বিতর্কের।
9
বিতর্কের সূত্রপাত একটি ফেসবুক পোস্ট ঘিরে।
10
ইনি হলেন মিস মায়ানমার শোয়ে ইন সি। সম্প্রতি, বিতর্কে জড়িয়ে পড়েন এই সুন্দরী।