কৃষ্ণসাগরের বুকে নৌবিহারে মোদী, পুতিন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 May 2018 09:38 PM (IST)
1
প্রসঙ্গত, এই প্রথমবার, একান্তে বৈঠক করছেন মোদী ও পুতিন। বৈঠক হচ্ছে রাশিয়ার কৃষ্ণসাগরের উপকূলবর্তী সোচি শহরে।
2
মোদী টুইটারে লেখেন, সমুদ্রের বুকে ভাসতে ভাসতে দুজনে অনেক বিষয় নিয়ে আলোচনা করেন।
3
এদিন বোশারেভ খাঁড়ি থেকে অলিম্পিক পার্ক পর্যন্ত ওই বিশেষ ভ্রমণে বের হন দুই রাষ্ট্রনেতা।
4
কৃষ্ণসাগরে নৌকা বিহারের আনন্দ উপভোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।