মায়ানমারে দ্বাদশ শতাব্দীর মন্দির দর্শন করলেন মোদী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Sep 2017 11:25 PM (IST)
1
2
3
4
5
6
এর জন্য ২০১০ সালে দুদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই অনুযায়ী ভারত মায়ানমারকে ৩ বিলিয়ন মার্কিন ডলার অনুদান দেয় এই খাতে।
7
তার পুনর্গঠন ও সংস্কারের কাজে সহায়তা করে ভারত।
8
বাগান শহরের দ্বিতীয় বৃহত্তম মন্দির এটি। প্রথমে ১৯৭৫ সাল এবং পরে গত বছরের ভূমিকম্পে মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয়।
9
এই বৌদ্ধ মন্দির মন স্থাপত্যের অন্যতম নিদর্শন। ১১০৫ সালে রাজা কিয়ানজিত্তা এই মন্দির নির্মাণ করেছিলেন।
10
বর্তমানে মোদী মায়ানমার সফরে গিয়েছেন।
11
মায়ানমারের প্রাচীণ বাগান শহরের দ্বাদশ শতাব্দীতে নির্মিত আনন্দ মন্দির দর্শন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।