মিথ্যে গল্প ফেঁদে ১৭ দিনে ৫০ হাজার ডলার জোগাড় অনলাইন ভিখারির!
ব্রিগেডিয়ার জল্লাফ রাস্তায় বা সোশ্যাল মিডিয়ায় ভিখারিদের প্রতি অহেতুক সহানুভূতি না প্রকাশের আর্জি জানিয়েছেন। তিনি বলেছেন, অনলাইনে ভিক্ষে চাওয়া অপরাধ এবং দুবাই পুলিশ এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়।
সন্তানদের বদনাম ও তাদের বেইজ্জত করে ওই মহিলা ১৭ দিনের মধ্যে ৫০ হাজার ডলার জোগাড় করেন বলে অভিযোগ।
ওই আধিকারিক জানান, ওই মহিলার স্বামী বন্ধুবান্ধব ও আত্মীয়দের মাধ্যমে জানতে পারেন যে, তাঁর সন্তানদের ছবি ভিক্ষে চাওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে।
ব্রিগেডিয়ার আল জাল্লাফ আরও বলেছেন, ওই মহিলা লোকজনের সহানুভূতি আদায়ের জন্য নিজেকে বিবাহবিচ্ছিন্ন দাবি করেন এবং বলেন যে, তাঁকেই তাঁর সন্তানদের প্রতিপালনের ভার নিতে হয়েছে। কিন্তু ওই মহিলার প্রাক্তন স্বামী ই-ক্রাইম প্ল্যাটফর্মের মাধ্যমে পুলিশকে জানান এবং প্রমাণ করেন যে, তাঁদের সন্তানরা আসলে তাঁর কাছেই থাকেন।
দুবাইয়ের অপরাধ সংক্রান্ত তদন্ত বিভাগের ডিরেক্টর ব্রিগেডিয়ার জামাল আল সালেম আল জাল্লাফ জানিয়েছেন, ওই মহিলা অনলাইন অ্যাকাউন্ট খুলে সন্তানদের ছবি পোস্ট করে তাদের ভরণপোষণের ব্যয় নির্বাহের জন্য ভিক্ষে চান।
দুবাই পুলিশের এক আধিকারিক রবিবার জানিয়েছেন, ফেসবুক, ট্যুইটার ও ইনস্টাগ্রামে পোস্টের মাধ্যমে বেশ কয়েকজনকে প্রতারণা করে ১৭ দিনের মধ্যে ওই অর্থ জোগাড় করেন। পুলিশ অবশ্য ওই মহিলার নাম বা নাগরিকত্ব প্রকাশ করেনি।
সংযুক্ত আরব আমিরশাহীতে লোকজনকে ঠকানোর অভিযোগে গ্রেফতার করা হল এক ইউরোপীয় মহিলাকে। সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যর্থ বিয়ের কাহিনী সাজিয়ে সন্তানদের প্রতিপালনের জন্য ওই মহিলা আর্থিক সাহায্যের আর্জি জানান বলে অভিযোগ। আর এই মিথ্যে কাহিনী সাজিয়ে ওই মহিলা ৫০ হাজার ডলার আয় করেন।সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানা গিয়েছে। সব ছবি-গেটি ইমেজ