হোয়াইট হাউসের বাইরে গানের দলের ট্রাম্প-বিরোধী বিক্ষোভ
দলের সবাই একই রকমের শার্ট পরেন, যার ওপর লেখা ছিল, ‘সত্যিটা এবার বোঝা যাচ্ছে’। তাঁরা ট্রাম্প সম্পর্কে ‘রাষ্ট্রদ্রোহ’ শব্দটিও ব্যবহার করেন।
ট্রাম্প-বিরোধী প্রতিবাদে পাপেটও ব্যবহার করেছেন ও ডোনেল। সব ছবি সোস্যাল মিডিয়ার সৌজন্যে
ট্রাম্পের নীতির নিন্দায় তাঁরা গেয়েছেন ‘এ ব্র্যান্ড নিউ ডে’ ও ‘ডু ইউ হিয়ার পিপল সিঙ্গ’-এর মতো গান। দি রোজি শো-এর উদ্যোক্তা রোজি ও ডোনেল একটি ভিডিও ট্যুইট করেছেন যাতে দেখা যাচ্ছে সব গায়ক একটি বাসে চেপে গান গাইতে গাইতে হোয়াইট হাউসের দিকে যাচ্ছেন।
ও ডোনেল বলেন, আপনার কন্ঠ ছাড়ুন জোরে। প্রেসিডেন্টকে কোনও রাখঢাক না করে বোঝাতে হবে যে আমরা বেঁচে আছি, সজাগ রয়েছি। আমরা কোথাও যাচ্ছি না।
সব নামী গায়ক ও মিউজিশিয়ান সোমবার সন্ধ্যায় সেখানে জড়ো হন। সবাই একসঙ্গে, একসুরে গান করেন।
ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে প্রতিবাদ চলছে আমেরিকায়।
দলটি হলিউড অভিনেত্রী রোজি ও ডোনেলের। ব্রডওয়ের সবচেয়ে বড় মিউজিক্যাল ট্রুপ তারা। সেই দলের বেশ কয়েকজন সদস্য হোয়াইট হাউসের সামনে গিয়ে গানের মাধ্যমে ট্রাম্পবিরোধী বক্তব্য প্রকাশ করেছেন।
একটি গানের দল তো সরাসরি মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছে।