‘জ্বালাময়ী’ ভাষণ দেয় পাকিস্তানের এই ১১ বছরের ‘প্রফেসর’!
মাদ্রাসার পড়াশোনা ছেড়ে হম্মাদ বিশ্ববিদ্যালয় থেকে স্পোকেন ইংলিশের কোর্স করে। এখন সে পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে লেকচার দেয়। তার ইংরেজি বলার ধরন অত্যন্ত আকর্ষণীয়।
হম্মাদের ঘরে বহু মহান ব্যক্তিদের ছবি টাঙানো থাকে।
হম্মাদের উদ্দীপ্ত ও অনুপ্রেরণামূলক ভাষণ প্রভাব মানুষের ওপর এতটাই পড়ে যে, তার মাধ্যমে অনেকেই বাঁচার নতুন রাস্তা খুঁজে পান।
পাকিস্তানে ইতিমধ্যেই অনলাইন স্টার হয়ে গিয়েছেন হম্মাদ। তার ইউটিউব চ্যানেলে প্রায় ১.৪৫ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে। তার কিছু ভিডিও কয়েক লক্ষ বার দেখা হয়েছে।
হম্মাদের বয়স মাত্র ১১ বছর। অথচ, লক্ষ লক্ষ মানুষ সোশ্যাল মিডিয়া মারফৎ তাঁর কথা শোনেন। কথা বলার সময় হম্মাদ নিজের হাত, মুখের ভঙ্গিমা, চলার ধরন এবং হাসিকে এমনভাবে ব্যবহার করে, যে দেখে বোঝাই যাবে না, তার বয়স এত কম।
হম্মাদ সফি নামে ১১ বছরের এক বালককে নিয়ে এখন জোর চর্চা পাকিস্তানে। হম্মাদের কথা বলার ধরন এতটাই সপ্রতীভ যে, বড় বড় বিশ্ববিদ্যালয় ও কলেজের পড়ুয়ারা ঘণ্টার পর ঘণ্টা তাঁর বক্তব্য শোনে। হম্মাদ একজন মোটিভেশনাল স্পিকার। তাঁর ভাষণ শুনে অনেকেই নিজেদের কেরিয়ার সমস্যার সমাধান বের করে থাকেন।