চিরাচরিত প্রোটোকলের গণ্ডি পেরিয়ে সমুদ্র সৈকতে ক্ষণিক সফরে মোদী-নেতানিয়াহু
ইজরায়েলের প্রধানমন্ত্রীকে ভারতে আসার আমন্ত্রণও জানিয়েছেন মোদী। ছবি সৌজন্য - সোশ্যাল মিডিয়া
সেখানে, নেতানিয়াহুর জন্য কেরলের দুটি প্রাচীন প্রত্নতত্ত্ব সামগ্রী উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত, ভারতের ইতিহাসে ইহুদী সভ্যতার গুরুত্ব প্রকাশ পেয়েছে ওই দুই সামগ্রীর মাধ্যমে। তাম্র ফলকের দুটো নিদর্শনই নবম থেকে দশম শতকের মধ্যে খোদাই করা হয়েছে। ছবি সৌজন্য - সোশ্যাল মিডিয়া
সেই ফাঁকে দুজনের মধ্যে একান্তে কথাও হয়। ছবি সৌজন্য - সোশ্যাল মিডিয়া
মোদীর সঙ্গে নেতানিয়াহুর এই ছবি পিএম অফ ইজরায়েল টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করা হয়। ছবি সৌজন্য - সোশ্যাল মিডিয়া
মোদীকে সঙ্গ দেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। জল শোধন কেন্দ্র থেকে প্রাপ্ত পরিশুদ্ধ জল পান করেন মোদী ও নেতানিয়াহু। ছবি সৌজন্য - সোশ্যাল মিডিয়া
ফেসবুকে এই ছবি শেয়ার করে ইজরায়েলের প্রধানমন্ত্রী লেখেন, বন্ধুর সঙ্গে সমুদ্রপাড়ে যাওয়ার মতো আনন্দ আর কোনও কিছুতে নেই। ছবি সৌজন্য - সোশ্যাল মিডিয়া
এখানে বলে রাখা প্রয়োজন, মোদীর এই ঐতিহাসিক সফরের সম্মানে ইজরায়েল তাদের এক বিশেষ ফুলের নামকরণ প্রধানমন্ত্রী মোদীর নামে করেছে। ছবি সৌজন্য - সোশ্যাল মিডিয়া
শুধু তাই নয়। দুই রাষ্ট্রনেতা খালি পায়ে সমুদ্রের জলে কিছুক্ষণ কাটান। ছবি সৌজন্য - সোশ্যাল মিডিয়া
সেখানে হিন্দিতে লেখা হয়েছে -- প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জল পরিশোধন গাড়িতে চড়েছেন। ছবি সৌজন্য - সোশ্যাল মিডিয়া
তিনদিনের ইজরায়েল সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবারই তাঁর সফরের শেষ দিন। এদিন ইজরায়েলের হাইকায় সমুদ্রের পাড়ে গড়ে ওঠা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বা জল শোধন কেন্দ্র ঘুরে দেখলেন মোদী। এখানেই সমুদ্রের জলকে লবণ-মুক্ত করে তা খাওয়ার উপযুক্ত করে তোলা হয়। ছবি সৌজন্য - সোশ্যাল মিডিয়া