‘শালোম’, ইজরায়েল সফর শুরু মোদীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Jul 2017 11:36 PM (IST)
1
ভিজিটর্স বুকে মোদী লেখেন, এই জাদুঘর হল বিশ্বের বিভিন্ন সমাজের সামনে একটি দর্পণ, যা অতীতের ঘৃণা, সন্ত্রাস, অবিচার, অসহিষ্ণুতাকে মনে করিয়ে দেয়।
2
বিমানবন্দরেই, ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে একপ্রস্থ বৈঠক সারেন।
3
তেল আভিভের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করেন মোদী। বলেন, শালোম (হিব্রু ভাষায় হ্যালো), এখানে এসে ভাল লাগছে।
4
ড্যাজিঙ্গার ফুলের গবেষণা কেন্দ্র পরিদর্শনে মোদী।
5
তেল আভিভের বিশ্বখ্যাত ড্যাজিঙ্গার ফুলের গবেষণা কেন্দ্র ঘুরে দেখেন মোদী।
6
জেরুজালেমের ইয়াদ ভাশেম হলোকাস্ট মিউজিয়ামে গিয়ে নিহতদের স্মৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।