৩২ হাজার ফুট উঁচুতে মাঝ আকাশে ফেটে গেল বিমানের ইঞ্জিন, তারপর কী হল দেখুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Apr 2018 11:48 AM (IST)
1
বিমানটি নিউইর্য়ক থেকে টেক্সাসের ডালাসে যাচ্ছিল। মঙ্গলবার সকালে আচমকাই এই দুর্ঘটনাটি ঘটে।
2
এয়ার ট্র্যাফিক কন্ট্রোল সূত্রে খবর, এক পাইলটকে চিতকার করে বলতে শোনা যায়, বিমানের মধ্যে গর্ত হয়ে গিয়েছে। একজন সেখান থেকে বাইরে পড়ে গিয়েছে
3
মাঝ আকাশে দক্ষিণ-পশ্চিম এয়ারলাইন্সের একটি জেট বিমানের ইঞ্জিন ফেটে গেল।
4
এর ফলে ফিলাডেলফিয়ায় জরুরি অবতরণ করাতে হয় ওই বিমানের।
5
মৃত্যু হয়েছে এক মহিলা যাত্রীর, গুরুতর জখম সাত