অবিশ্বাস্য! গর্ভস্থ শিশুকে মায়ের জঠর থেকে বের করে সফল অস্ত্রোপচারের পর ফের গর্ভে ঢুকিয়ে দিলেন চিকিৎসকরা
সিম্পসন জানান, এই অস্ত্রোপচারের সময় তাঁর পাশে বিশ্বের তামাম শ্রেষ্ঠ চিকিৎসকরা উপস্থিত ছিলেন। তাঁরা সকলে মিলে ওই অস্ত্রোপচার সফল করেন। প্রসঙ্গত, ইংল্যান্ডে এই প্রথম এমন সার্জারি সফলভাবে করলেন চিকিৎসকরা।
চিকিৎসকরা প্রথমে সিম্পসনকে গর্ভপাতের পরামর্শ দেন। কিন্তু, সিম্পসন রাজি হননি। তখন চিকিৎসকরা ফিটাল সার্জারির পরামর্শ দেন। যা মেনে নেন সিম্পসন ও তাঁর স্বামী।
জানা গিয়েছে, ভ্রূণের শিরদাঁড়ার কোডে একটি সমস্যা ছিল। যে কারণে এই অস্ত্রোপচার প্রয়োজন ছিল।
সিম্পসন নামের ওই মহিলা পরে পুরো ঘটনাটি নিজের ফেসবুকে পোস্ট করেন। তিনি জানান, তিনি তখন ২৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন, যখন তাঁর ওপর এই অস্ত্রোপচার করা হয়।
চিকিৎসকরা সাফল্যের সঙ্গে গর্ভস্থ শিশুকে মায়ের জঠর থেকে বের করেন। ২৬ বছরের অন্তঃসত্ত্বা মহিলার ওপর এই অস্ত্রোপচার করা হয়। মেডিক্যাল সায়েন্সে এই অস্ত্রোপচারকে ফিটাল সার্জারি বলা হয়ে থাকে।
এই ঘটনা লন্ডনে ঘটেছে। ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডন এবং গ্রেট অরমন্ড স্ট্রিট হাসপাতালের চিকিৎসকরা এই অস্ত্রোপচার করেন।
অনেক সময় গর্ভস্থ শিশু এমন জটিল রোগে আক্রান্ত হয়ে পড়ে যে, তার অস্ত্রোপচার করা অবশ্যম্ভাবী হয়ে পড়ে। এমনই একটি ঘটনা সামনে এসেছে, যেখানে গর্ভস্থ শিশুকে মায়ের গর্ভ থেকে বের করে, তার অস্ত্রোপচার চালিয়ে ফের গর্ভের মধ্যে ঢুকিয়ে দেন চিকিৎসকরা। কী ঘটেছিল, তা জানতে পড়ুন। ছবি: ফেসবুক