ফেসবুক লাইভে গণধর্ষণের ভিডিও! গ্রেফতার তিন
ফেসবুকে নোটিফিকেশন দেখে তো আঁতকে উঠেছিলেন একটি গ্রুপের সদস্যরা। যদিও প্রাথমিকভাবে মনে হয়েছিল ভুয়ো ভিডিও। কিন্তু পরক্ষণেই ভুল ভাঙে। সুইডেনে এভাবেই ফেসবুক লাইভে ভিডিও দিয়ে এক তরুণীকে গণধর্ষণ করল তিন দুষ্কৃতী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএকটি অ্যাপার্টমেন্টে বন্দুক দেখিয়ে ওই তরুণীর ওপর চলল নৃশংস অত্যাচার। তিনঘন্টা ধরে ফেসবুক লাইভে চলল ওই ভিডিও।
সুইডেনের আপসালা শহরে এই শিউরে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। প্রায় ১০০০ গ্রাহকের একটি ফেসবুক গ্রুপে ওই ভিডিও লাইভ করা হয়। ১৯ থেকে ২৫ বছরের তিন যুবক এক তরুণীকে গণধর্ষণ করে। সুইডেনের পুলিশ জানিয়েছে, ভিডিও দেখার পর একট মহিলা পুরো ঘটনা পুলিশকে জানান। ফেসবুকে ওই ভিডিও প্রায় ৬০ জন দেখেছেন।
জোসেফিন লুন্ডগ্রেন নামে এক ২১ বছরের মহিলা পুলিশকে ঘটনার কথা জানান। এরপরই পুলিশ ওই অ্যাপার্টমেন্ট থেকে তিন যুবককে পাকড়াও ও নির্যাতিতাকে উদ্ধার করে। তিন যুবককে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়।
নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিত্সা চলছে। গত রবিবার ওই ঘটনা ঘটে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -