ইনডোর স্কাইডাইভিং করে জন্মদিন পালন করলেন ১০২ বছরের এই ব্রিটিশ মহিলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 26 Jun 2018 06:38 PM (IST)
1
এমনকী. স্কাই ডাইভ করার পরিকল্পনাও তাঁরই ছিল। ঘণ্টায় ১৭৭ কিলোমিটার বেগে তিনি এই স্কাই-ডাইভিংয়ের মজা নেন। এমনকী, সেই সময় তাঁর মুখে হাসিও ছিল। ছবি-ফেসবুক।
2
প্রথম বিশ্বযুদ্ধের সময় জন্ম হয়েছিল ইভার। নিজের জীবন ভীষণই আনন্দ উপভোগ করে কাটাতে পছন্দ করেন তিনি। ছবি-ফেসবুক।
3
শুধু ইভা নন, তাঁর সন্তান ও নাতি-নাতনিরাও এই আইফ্লাই স্কাই ডাইভিং ভীষণই উপভোগ করেছেন। ছবি-ফেসবুক।
4
ব্রিটেনের বাসিন্দা ইভার এই স্কাই ডাইভিং এতটাই পছন্দ হয়েছে যে, তিনি দ্বিতীয়বার তা করতে চেয়েছেন। ছবি-ফেসবুক।
5
ইভা লুইস নিজের ১০২ তম জন্মদিন ইন্ডোর টানেলে স্কাই-ডাইভিং করে পালন করলেন। ছবি-ফেসবুক।
6
১০২ বছর বয়সে সাধারণত যে কোনও মানুষই রোগের ঘেরাটোপে থাকেন। না হলে, শয্যাসায়ী হয়ে পড়েন। কিন্তু, সেই ধারার একেবারে বিপরীতে গিয়ে অভিনবভাবে নিজের ১০২ তম জন্মদিন পালন করলেন এই মহিলা। ছবি-ফেসবুক।