কেন বরফ শীতল জলে স্নান করলেন পুতিন?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Jan 2018 03:31 PM (IST)
1
এই প্রথা উপলক্ষ্যে প্রেসিডেন্ট পুতিনও বরফ ঠাণ্ডা জলে স্নান করলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
Epiphany সপ্তাহে যাজকদের মন্ত্রপূত জল পরিত্র ও পরিশুদ্ধ বলে মনে করা হয়। এতে রোগ নিরাময়ের ক্ষমতা রয়েছে বলেও বিশ্বাস।
3
অর্থোডক্স খ্রীস্টানরা দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় প্রথা Epiphany পালন করেন এবং বরফ শীতল জলে ঝাঁপ দিয়ে অবগাহন করেন।
4
এখানে বরফ ঢাকা সেলিগার ঝিলে ডুবে নিজেকে 'পবিত্র' করলেন পুতিন। আসলে রাশিয়ায় এটি একটি ঐতিহ্যবাহী ধর্মীয় প্রথা।
5
ছবিতে যাঁকে দেখা যাচ্ছে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ারই এসভেটলিতসা গ্রাম তোলা এই সাম্প্রতিক ছবি প্রকাশ্যে এসেছে।
world-news (world-news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -