ইঁদুর-ছানা দিয়ে তৈরি হয় এই ওয়াইন!
ইনফেক্টেড হোয়াইট হেড শট- এই পানীয় এক ঝলকে দেখলে মনে হবে যে হার্ড ড্রিঙ্কসের সঙ্গে দুধ মিশিয়ে দেওয়া হয়েছে। অল্প ভোদকার সঙ্গে ব্লাডি মেরি ড্রিঙ্ক মিশিয়ে এর মধ্যে একটা ছোট চামচ চিজ মিশিয়ে দিন। ব্যস, তৈরি আপনার ইনফেক্টেড হোয়াইট হেড শট। তথ্য- ওডি ডট কম। উপরিক্ত ছবিতে যা বলা হয়েছে, তা গবেষণার দাবি। এবিপি আনন্দ এর সত্যতা যাচাই করেনি। যে কোনও সুপারিশের ওপর গুরুত্ব দেওয়া বা সেই অনুযায়ী চিকিৎসা শুরু করার আগে নিজস্ব বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করাটা জরুরি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকম্বুচা- গ্রীন এবং ব্ল্যাক টি-র মিশ্রণে তৈরি হয় এই পানীয়। স্বাদে মিষ্টি। শ্বাসকষ্ট, ডায়াবেটিস, হার্পিস এবং নিদ্রাহীনতার জন্য উপকারী। পানীয়টি হাল্কা ঠান্ডা এবং কার্বোনেটেড।
কিম জং ইউন নিউক্লিয়ার বম্ব- এই পানীয়র জন্য আপনাকে ম্যাকডোনাল্ডে আসতে হবে। সেখানে আপনি ১টি লার্জ ম্যাক, ১টি লার্জ ফ্রেঞ্চ ফ্রাইজ, ১টি মিল্ক শেক, ১টি অ্যাপল পাই এবং বিবিকিউ সস অর্ডার দিন। এবার সব বাড়িতে এনে ভোদকার সঙ্গে মিশিয়ে মিক্সারে মিশিয়ে নিন। আপনার কিম জং ইউন নিউক্লিয়ার বম্ব পানীয় তৈরি। তাহলে আর দেরি কিসের? খেতে শুরু করুন।
বেবি মাইস ওয়াইন- ইঁদুর ছানা দিয়ে তৈরি এই ওয়াইনকে বেবি মাইস ওয়াইন বলা হয়ে থাকে। বলা হয়, এই পানীয় না হাঁপানি রোগীদের জন্য উপকারী। পাশাপাশি, লিভারের সমস্যাতেও কাজে দেয় এই ওয়াইন। চিন এবং কোরিয়ায় এই পানীয় ভীষণই জনপ্রিয়।
বিল্ক (ব্রিউ)- দুধ আর বিয়ারের মিশ্রণে তৈরি করা হয় এই পানীয়। ভাগের হিসেবে, এক-তৃতীয়াংশ বিয়ার, আর বাকিটা দুধ। যারা ব্রিউ খেয়ে দেখেছেন, তাঁদের দাবি, এর স্বাদ ফলের মতো। মিষ্টি স্বাদের জন্য মহিলাদের মধ্যে এটি ভীষণই প্রিয়।
আপনি কখনও এমন পানীয় খেয়েছেন যা অদ্ভুত ধরনের? আজ, তেমনই কিছু পানীয় সম্পর্কে এখানে বলা হবে যার বিষয়ে একবার জানলে, তা চেখে দেখার ইচ্ছা কোনওদিনও হবে না!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -