৫ হাজার পুরুষকে 'ডেট', ধনী ছেলেদের কী করে আকৃষ্ট করতে হয় অনলাইন কোর্সে শেখান এই তরুণী...
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Jun 2017 09:20 PM (IST)
1
ইনি হলেন তাইল্যান্ডের নিবাসী প্রায়া সুরিয়া। এই তরুণীর দাবি, তিনি এখনও পর্যন্ত ৫ হাজারের বেশি পুরুষকে 'ডেট' করেছেন।
2
প্রায়া এখন একটি অনলাইন কোর্স চালু করেছেন। সেখানে মহিলাদের শেখানো হয়, কীভাবে তাঁরা ধনী, পশ্চিমী পুরুষদের প্রেমেরা মায়াজালে বেঁধে নিজেদের জীবনযাপনকে বিলাসবহুল করতে পারবেন।
3
স্বঘোষিত 'ডেটিং গুরু' প্রায়া কোর্সের জন্য বিশাল হাঁকেন। তাঁর থেকে কোর্স করতে এক-একজনকে প্রায় ৩২৫ ব্রিটিশ পাউন্ড খসাতে হয়।
4
সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বিপুল জনপ্রিয় প্রায়া। তাঁর ভক্ত অগণিত। তিনি জানান, জীবনে তিনি বহু আরব শেখের সঙ্গেও সম্পর্ক তৈরি করেছেন। তাঁরা তাঁকে উপহারে ভরিয়ে দিয়েছে।
5
যদিও, প্রায়ার দাবি, তাতেও, বহু মহিলা তাঁর থেকে এই পাঠ নেন।