৫ হাজার পুরুষকে 'ডেট', ধনী ছেলেদের কী করে আকৃষ্ট করতে হয় অনলাইন কোর্সে শেখান এই তরুণী...
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Jun 2017 09:20 PM (IST)
1
ইনি হলেন তাইল্যান্ডের নিবাসী প্রায়া সুরিয়া। এই তরুণীর দাবি, তিনি এখনও পর্যন্ত ৫ হাজারের বেশি পুরুষকে 'ডেট' করেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
প্রায়া এখন একটি অনলাইন কোর্স চালু করেছেন। সেখানে মহিলাদের শেখানো হয়, কীভাবে তাঁরা ধনী, পশ্চিমী পুরুষদের প্রেমেরা মায়াজালে বেঁধে নিজেদের জীবনযাপনকে বিলাসবহুল করতে পারবেন।
3
স্বঘোষিত 'ডেটিং গুরু' প্রায়া কোর্সের জন্য বিশাল হাঁকেন। তাঁর থেকে কোর্স করতে এক-একজনকে প্রায় ৩২৫ ব্রিটিশ পাউন্ড খসাতে হয়।
4
সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বিপুল জনপ্রিয় প্রায়া। তাঁর ভক্ত অগণিত। তিনি জানান, জীবনে তিনি বহু আরব শেখের সঙ্গেও সম্পর্ক তৈরি করেছেন। তাঁরা তাঁকে উপহারে ভরিয়ে দিয়েছে।
5
যদিও, প্রায়ার দাবি, তাতেও, বহু মহিলা তাঁর থেকে এই পাঠ নেন।
world-news (world-news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -