বিশ্বের সবচেয়ে লম্বা ৫৫ কিমি দৈর্ঘ্যের সি-ক্রসিং সেতু খুলল হংকং-চিনের মধ্যে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Oct 2018 11:41 AM (IST)
1
সেতুর ওপর গাড়ি চালাতে নিতে হবে বিশেষ অনুমতি
2
হংকং এবং চিনের মধ্যে খুলে গেল বিশ্বের সবচেয়ে লম্বা ৫৫ কিমি দৈর্ঘ্যের সি-ক্রসিং সেতু। ছবি সৌজন্যে এএফপি
3
৯ বছর লাগল এই সেতুটি তৈরি করতে। ২০ বিলিয়ন ডলার খরচ হয়েছে সেতু নির্মাণে। ছবি সৌজন্যে এএফপি
4
সেতুটি জুড়েছে মোট ১১টি শহরকে।
5
গোটা সেতুটি রয়েছে ৫৬, ৫০০ স্কোয়্যার ফুট এলাকা জুড়ে।
6
হংকং এবং ম্যাকাওয়ের সঙ্গে চিনের ঝুহাই শহর জুড়েছে এই সেতুর মাধ্যমে। ছবি সৌজন্যে এএফপি