মাথাপিছু আয়ের নিরিখে বিশ্বের ১৫ টি ধনী দেশ
মাথাপিছু আয়ের নিরিখে বিশ্বের পঞ্চদশ স্থানে আইসল্যান্ড। মাথাপিছু আয় ৫২,১৫০ ডলার।
চতুর্দশ স্থানে রয়েছে নেদারল্যান্ড। মাথাপিছু আয় ৫৩,৫৮০ ডলার।
বিশ্বে ত্রয়োদশ স্থানে সৌদি আরব। এই দেশের মাথাপিছু আয় ৫৫,২৬০ ডলার।
বিশ্বের সর্ববৃহত্ অর্থনীতির দেশ আমেরিকা মাথাপিছু আয়ের নিরিখে সমগ্র বিশ্বের মধ্যে রয়েছে ১২ তম স্থানে। এই দেশের মাথাপিছু আয় ৫৯,৫০০ ডলার।
ইউরোপে ধনীতম দেশের তালিকায় পঞ্চম মেরিনো। এ দেশের মাথা পিছু আয় ৬০,৩৬০ ডলার।
এক্ষেত্রে দশম স্থানে হং কং। মাথাপিছু আয় ৬১,০২০ ডলার।
ইউরোপের প্লে গ্রাউন্ড হিসেবে পরিচিত সুইতজারল্যান্ড মাথাপিছু আয়ের নিরিখে ইউরোপে চতুর্থ সবচেয়ে ধনী দেশ। মাথাপিছু আয় ৬১,৩৬০ ডলার।
মাথাপিছু আয়ের নিরিখে বিশ্বের সপ্তম ধনীতম দেশ হল সংযুক্ত আরব আমিরশাহী। মাথাপিছু আয় ৬৮,২৫০ ডলার।
কাতার ও ব্রুনেইয়ের পর উপসাগরীয় দেশগুলির মধ্যে তৃতীয় ধনীতম দেশ কুয়েত। মাথাপিছু আয় ৬৯,৬৭০ ডলার।
মাথাপিছু আয়ের নিরিখে স্ক্যান্ডেনেভিয় অঞ্চলের সবচেয়ে ধনী দেশ নরওয়ে। মাথা পিছু আয় ৭০,৫৯০ ডলার।
ইউরোপের দ্বিতীয় সবচেয়ে ধনী দেশ আয়ারল্যান্ড। মাথাপিছু আয় ৭২,৬৩০ ডলার।
মাথাপিছু আয়ের নিরিখে ব্রুনেই মধ্যপ্রাচ্যের দ্বিতীয় সবচেয়ে ধনী দেশ। মাথা পিছু আয় ৭৬,৭৪০ ডলার।
দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রযুক্তির দিক থেকে এগিয়ে থাকা সিঙ্গাপুর মাথাপিছু আয়ের নিরিখে সবচেয়ে ধনী দেশ। এই দেশের মাথাপিছু আয় ৯০,৫৩০ ডলার।
মাথাপিছু আয়ের নিরিখে লুক্সেমবার্গ বিশ্বের দ্বিতীয় ধনীতম দেশ। এ দেশে মাথাপিছু বার্ষিক আয় ১ লাখ ৯ হাজার মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৭০ লক্ষ টাকা। ইউরোপের সবচেয়ে ধনী দেশ হল এটি।
কোনও দেশ ধনী বা গরিব কিনা, তা সংশ্লিষ্ট দেশের মাথাপিছু আয় অনুযায়ী নির্ধারিত হয়। মাথা পিছু আয়ের নিরিখে কাতার বিশ্বের সবচেয়ে ধনী দেশ। এই দেশের মাথাপিছু আয় ১,২৪,৯৩০ ডলার। প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের পতনের পর কাতারকে ব্রিটিশদের তত্ত্বাবধানে রাথা হয়েছিল। ১৯৭১-এ সার্বভৌম দেশের মর্যাদা পায় কাতার। ছোট্ট এই উপসাগরীয় দেশে রয়েছে বিশ্বের তৃতীয় সর্ববৃহত্ প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার। বর্তমানে রাজনৈতিক দিক থেকে প্রতিবেশী দেশগুলির অবরোধের মুখে পড়েছে কাতার।