নয়াদিল্লি: গতকাল দুপুর সাড়ে বারোটার সময় পিএম কিষান সম্মান নিধি যোজনার দশম কিস্তির অর্থ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বন্টন করেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 


পিএম কিষান সম্মান নিধি যোজনা:  সুবিধাপ্রাপকের তালিকা দেখার পদ্ধতি


ধাপ ১- প্রথমে পিএম কিষান পোর্টাল https://pmkisan.gov.in/ এ যেতে হবে


ধাপ ২- বেনিফিসিয়ারি লিস্টে ক্লিক করতে হবে


ধাপ  ৩- নিজের রাজ্য, ডেলা, মহকুমা, ব্লক, গ্রাম সিলেক্ট করে ‘গেট রিপোর্ট’-এ ক্লিক করতে হবে


ধাপ ৪- সামনে আসবে তালিকা


কীভাবে পিএম-কেএসএনওয়াই (PM-KSNY) কিস্তি কীভাবে দেখবেন-


ধাপ ১- সরকারের অফিসিয়াল ওয়েবসাইট https://pmkisan.gov.in/ এ যেতে হবে


ধাপ ২-এরপর হোমপেজে ফার্মার্স কর্নার সেকশন দেখতে হবে


ধাপ ৩- বেনিফিসিয়ারি স্ট্যাটাস অপশন সিলেক্ট করতে হবে। এখানে সুবিধাপ্রাপক তাঁর আবেদনের স্টেটাস দেখে নিতে পারবেন। তালিকায় সংশ্লিষ্ট কৃষকের নাম থাকবে এবং তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা পাঠানো হয়েছে, তার উল্লেখ থাকবে। 


ধাপ ৪- হয় আধার নম্বর বা অ্যাকাউন্ট নম্বর বা মোবাইল নম্বর এন্টার করতে হবে।


ধাপ ৫-এরপর গেট ডেটা-তে ক্লিক করতে হবে


PM-KSNY: কীভাবে চেক করতে হবে স্টেটাস


ধাপ ১- পিএম কিষানের অফিসিয়ার ওয়েবসাইট pmkisan.gov.in এ যেতে হবে


ধাপ ২- আধার নম্বর সিলেক্ট করতে হবে, ব্যাঙ্ক অ্য়াকাউন্ট নম্বর বা মোবাইল নম্বর এই পেজে উঠে আসবে। এই নম্বরগুলির সাহায্যে দেখে নেওয়া যাবে পিএম কিষান অ্যামাউন্ট পেয়েছেন কিনা।


ধাপ ৪- এই তিন নম্বরগুলির থেকে বেছে নেওয়া বিকল্পের বিস্তারিত পূরণ করতে হবে


ধাপ ৫- ওই নম্বরে ক্লিক করলে সমস্ত লেনদেন পাওয়া যাবে


ধাপ ৬- পিএম কিষানের দশম কিস্তি সংক্রান্ত তথ্য়ও জানা যাবে। 


উল্লেখ্য, এই প্রকল্পের মাধ্য়মে এখনও পর্যন্ত ১.৬ লক্ষ কোটি কৃষক পরিবারগুলির কাছে পাঠানো হয়েছে। যারা আয়কর দেন তারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির সুবিধা পাবেন না। এছাড়াও, ডাক্তার, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, আইনজীবী, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্টের মতো পেশাদাররাও এই প্রকল্পের সুবিধা পাবেন না। এই স্কিমের সুবিধা নিতে, আপনার বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া উচিত। এছাড়াও ২ হেক্টর চাষযোগ্য জমি থাকা প্রয়োজন। যে সব কৃষকদের চাষযোগ্য জমি নেই তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। কৃষকদের আয় বাড়াতে এই সরকারি প্রকল্প চালু করেছিল কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পের অধীনে কৃষকদের অ্যাকাউন্টে বার্ষিক ৬০০০ টাকা দেওয়া হয়। সরকার এই স্কিমে ২০০০ টাকার তিনটি কিস্তি দিয়ে থাকে৷