কলকাতা: আজ ১ অগাস্ট, মঙ্গলবার। কেমন যেতে পারে আপনার আজকের দিন (Daily Horoscope)? এক ঝলকে দেখে নেওয়া যাক কী বলছে আপনার রাশিফল (Astrology)।


মেষ- শারীরিক এবং মানসিক স্বাস্থ্য বজায় রাখতে যোগব্যায়াম করতে হবে। ব্যবসায়ে সাফল্য আসবে। আর্থিক বিষয়ে কারোর থেকে কোনও সাহায্য নেবেন না। হটকারিতা করে কোনও সিদ্ধান্ত নয়।


বৃষ- কাজে উৎসাহ পাবেন। ভ্রমণের ফলে আজ ক্লান্তি অনুভব করবেন।  নিজের ব্যবহার সম্পর্কে সচেতন হন। আপনার সৃজনশীল গুণে অন্যদের প্রশংসা পাবেন।


মিথুন- হতাশা যেন গ্রাস না করে সেদিকে নজর দিতে হবে। সঙ্গীর সঙ্গে আর্থিক বিষয়ে পরিকল্পনা করুন। হঠাৎ কোনও কাজের জন্য পূর্ব পরিকল্পিত কিছু ভেস্তে যেতে পারে। পরিবারের ছোটদের সঙ্গে সময় কাটান। তাতে বন্ধন দৃঢ় হবে।


কর্কট- ব্যস্ততার মাঝেও স্বাস্থ্য ঠিক থাকবে। প্রয়োজনে দাদাকে পাশে পাবেন। সহকর্মীদের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে। কোনও সেমিনার বা প্রদর্শনীতে অংশ নিতে পারেন।


সিংহ- পছন্দের কাজে মন দিন। পরিবারের সদস্যদের সমর্থন পাবেন। নিজের পরিকল্পনা সম্পর্কে কাউকে বলবেন না। বাড়িতে কোনও অনুষ্ঠান হতে পারে।


কন্যা- অপ্রীতিকর কোনও কারণে অস্বস্তি বাড়তে পারে।  স্ত্রীর সঙ্গে সময় কাটান। এতে দুজনের মধ্যে সমস্যা সমাধান হবে। কোনও বিষয় নিয়ে চট করে প্রতিক্রিয়া দেবেন না। 


তুলা- বন্ধুর সঙ্গে ভুল বোঝাবুঝি দেখা দিলে তাড়াহুড়ো করে বিচার করবেন না। পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। আর্থিক পরিস্থিতির উন্নতির হবে। পরিবারের পাশে থাকতে পারবেন।


বৃশ্চিক- দীর্ঘদিন ধরে দুশ্চিন্তায় রয়েছেন এমন কোনও বিষয় থেকে মুক্তি পাবেন। বিল এবং ধার শোধ করুন। আত্মীয়দের সঙ্গে সুম্পর্ক বজায় থাকবে। বাড়িতে হঠাৎ অতিথির আগমন। 


ধনু- ছোট বিষয় নিয়ে মাথা ঘামাবেন না। আর্থিক ক্ষতি নিয়ে দুশ্চিন্তা বাড়বে। কাউকে অসন্তুষ্ট করবেন না। আপনার সৃজনশীলতা প্রকাশ পাবেন এমন কোনও কাজ করুন।


মকর- আজ দ্রুত অফিসের কাজ শেষ করে ফেলুন। আর্থিক দিক থেকে দিব ভাল কাটবে। ওয়েব ডিজাইনিংয়ের কাজের সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের কেরিয়ারের জন্য শুভ দিন।


কুম্ভ- কাজে উৎসাহ পাবেন। স্বাস্থ্যের দিক থেকে ভাল দিন। আর্থিক কোনও বিষয়ে আইনি বিষয়ে টানাপোড়েন হতে পারে। বাড়িতে অপ্রত্যাশিত ঘটনা ঘটতে পারে।


মীন- এক তরফা প্রেমের বিষয়ে সতর্ক হতে হবে। কথা বলার সময় সতর্ক হতে হবে। চোখ কান খোলা রেখে কাজ করুন। ইতিবাচক মনোভাব বজায় রেখে চলুন।


আরও পড়ুন: Astro Tips : এই শুভকাজটি আজ করা যেতে পারে, দিনের ভাল-খারাপ সময় কখন ?