মেষ- আশাবাদী মনোভাব বজায় রাখুন। জীবনের উজ্জ্বল দিকে মনোনিবেশ করুন। আত্মবিশ্বাসী দৃষ্টিভঙ্গি আশা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ প্রশস্ত করবে। অর্থের গুরুত্ব বুঝতে পারবেন। খরচে লাগাম টানুন। আবেগ নিয়ন্ত্রণে রাখুন।

বৃষ- ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং আত্মবিশ্বাস অন্যের উপর প্রভাব ফেলবে। আর্থিক দিক থেকে ভাল দিন। কোনও নতুন কাজের সন্ধান পেতে পারেন। অসম্পূর্ণ কাজ শেষ করে ফেলতে পারবেন। কাজের জন্য অতিরিক্ত সময় ব্যয় করুন।

মিথুন- স্বাস্থ্য ভাল থাকবে আজ। ব্যয়ে রাশ টানুন। নাহলে পরে সমস্যায় পড়তে পারেন। সন্তানের সঙ্গে কাটানো সময় সুখকর হবে। নতুন কোনও কিছু শুরু করতে পারেন। তাতে মনসংযোগ বাড়বে। সঙ্গীর সাহায্যে কঠিন কাজ সহজ হতে পারে।

কর্কট- ছোটখাটো বিষয়ে মাথা ঘামাবেন না। আয়ের সংস্থান তৈরি হবে। পরিবারের সদস্য এবং বন্ধুদের সাহায্য পাবেন। মানসিক শান্তি নষ্ট করছে এমন কারোর থেকে দূরে থাকাই ভাল। জীবনসঙ্গীর জন্য জীবন সুন্দর হবে।

সিংহ- অকারণ ভয় মানসিক শান্তির উপর প্রভাব ফেলতে পারে। আগে করা কোনও বিনিয়োগ লাভজনক হবে। সন্তানের সঙ্গে সময় কাটালে মন ভাল থাকবে। যথেষ্ট অবসর সময় থাকবে আজ।

কন্যা- মনকে শান্ত রাখতে চেষ্টা করুন। লোন নেওয়া থেকে বিরত থাকুন। পরিবারের সদস্যদের সাহায্য পাবেন যে কোনও কাজে। প্রতিহিংসাপরায়ণ হওয়া থেকে বিরত থাকুন। মনের কথা প্রকাশ করুন। কারোর সঙ্গে তর্কে জড়াবেন না।

তুলা- বিনোদনে অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন। বাড়িতে খুশির পরিবেশ বজায় থাকবে। তাতে চিন্তামুক্তি হবে। প্রেমের জীবন সুখকর হবে। আত্মীয়দের সহযোগিতা পাবেন। নিজের জন্য সময় বের করুন। বৈবাহিক জীবন সুখের হবে।

বৃশ্চিক- কোনও কাজ সম্পন্ন করতে চাইলে এই সপ্তাহে ইতিবাচক শক্তি পাবেন। নতুন দায়িত্বভার পেতে পারেন। খুব বেশি আক্রমণাত্মক হওয়ার আগে সতর্ক হন। কোনও কিছুর মধ্যে আটকে থাকলে, বেরিয়ে আসার জন্য আদর্শ সময়।

ধনু- ব্যবহার ঠিক রাখুন। নিজের জিনিস যত্নে রাখুন। অন্য কারোর সঙ্গে কোনও সমস্যা হলে তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। কাজের চাপ থাকলেও আজ এনার্জি থাকবে। সময়ের আগেই কাজ শেষ করতে পারবেন। পরিবারকে গুরুত্ব দিন। সঙ্গীর সঙ্গে দিন ভাল কাটবে।

মকর- কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। অতিরিক্ত কাজে সমস্যা বৃদ্ধি। ইতিবাচক আবেগ বজায় থাকবে আজ। সঙ্গীর সাহায্য পাবেন আজ। ধর্মীয় গুরুর সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা।

কুম্ভ- দুশ্চিন্তা কমিয়ে মানসিক শান্তির দিকে মনোনিবেশ করতে হবে। বাড়িতে সন্ধেবেলা অতিথি আসতে পারেন। প্রিয়জনেরা আপনাকে ভাল রাখবে। অন্যদের মন জয় করতে পারবেন আজ।

মীন- দীর্ঘদিনের অসুস্থতা থেকে সেরে ওঠার সম্ভাবনা রয়েছে। শেয়ার বাজারে যাঁরা বিনিয়োগ করেছেন তাঁরা আজ ক্ষতির সম্মুখীন হতে পারেন। আবেগপ্রবণ মন্তব্যে গুরুতর সমালোচনার কারণ হতে পারে।

আরও পড়ুন: Air Conditioner: বর্ষাতে ভ্যাপসা গুমোট গরম কাটাতে চালাচ্ছেন এসি, মেশিনের খেয়াল রাখতে কী কী করবেন?