কলকাতা: মেষ থেকে মীন, কেমন কাটবে কালকের দিন?
মেষ-কর্মক্ষেত্রে কাজ শেষ করতে সমস্যায় পড়তে পারেন। যাঁরা আপনার অধীনে কাজ করনে তাঁদের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। রিটেল ব্যবসার সঙ্গে যাঁরা যুক্ত তাঁরা কাউকে কোনও টাকা ধার দেবেন না। কাউকে ঋণ দিয়ে থাকলে টাকা ফেরত পেতে বিপাকে পড়তে পারেন। পড়ুয়াদের আরও বেশি মনযোগী হতে হবে। পরিবারে খুশির হাওয়া বজায় থাকবে। পারিবারিক কোনও সমস্যা দেখা দিলে তা কথা বলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। পেটের সমস্যায় ভুগতে পারেন। বাইরের খাবার এড়িয়ে চলতে হবে। বাইরে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।
বৃষ- কর্মক্ষেত্রে সাফল্যের আসতে পারে। তবে আশানুরূপ ফল নাও পেতে পারেন। ভেঙে পড়ার কোনও কারণ নেই। ব্যবসায় লাভের মুখ দেখবেন। তবে নতুন কোনও ব্যবসা শুরু করলে প্রথম দিকে সমস্যা আসতে পারে। ধৈর্য্য হারালে চলবে না। ক্রেতার সঙ্গে ভাল ব্যবহার করুন। শ্বশুরবাড়ির দিক থেকে কোনও ভাল খবর পেতে পারেন। নিজের জিনিস যত্নে রাখতে হবে। চুরি হওয়ার আশঙ্কা রয়েছে। অতিরিক্ত কাজের ফলে ক্লান্ত বোধ করতে পারেন। কাজের মাঝে প্রয়োজনে বিশ্রাম নিন। সঙ্গীর সমর্থন পাবেন।
মিথুন- কাজের ক্ষেত্রে সমস্যা হতে পারে। কাজে মন নাও বসতে পারে। কর্মক্ষেত্রে বিভিন্ন বিষয় পরিবর্তন আসতে পারে। আসবাব ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। নতুন অর্ডার আসতে পারে। শিক্ষকদের পরামর্শ অনুযায়ী পড়ায় মন দিলে সাফল্য আসবেই পড়ুয়াদের। পরিবারে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। স্বাস্থ্য ঠিক থাকলে যে কোনও কাজ করতে পারবেন। কোনও সমস্যায় পড়লে বন্ধুরা সাহায্যের হাত বাড়িয়ে দেবে।
কর্কট- কাজের জন্য দিনভর ব্যস্ত থাকতে হবে ফোনে। ব্যবসায়ীরা উদ্যমের সঙ্গে কাজ করলে সাফল্য আসবেই। ব্যবসায় কোনও সমস্যা দেখা দিলে দ্রুত তা মিটেও যাবে। অলস হলে কাজে সমস্যা বাড়বে। পারিবারিক কারণে অর্থব্যয়ের বিষয়ে সতর্ক হতে হবে। অকারণে খরচ করবেন না। শরীরে কোনও ব্যথার সমস্যা থাকলে তা থেকে মুক্তি পাবেন। ধর্মীয় কাজে মন দিতে পারেন। তাতে প্রশান্তি পাবেন।
সিংহ- কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের রাগের কারণ হতে পারেন। নতুন প্রজেক্ট এলে বা কোনও নতুন কাজ শুরু করলে অবশ্যই সতর্কতার সঙ্গে করতে হবে। নাহলে ভুল হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অর্থ সঙ্কটের মুখে পড়তে পারেন ব্যবসায়ীরা। তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হতে পারে। অন্য রাজ্য় বা দেশে পড়তে যাওয়ার পরিকল্পনা থাকলে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। অকারণে তর্কে জড়াবেন না। সন্তানের সাফল্যে খুশির সম্ভাবনা। কোনও সমস্যায় পড়লে বন্ধুর থেকে পরামর্শ নিন।
কন্যা- কর্মক্ষেত্রে কাজের চাপ থাকবে। সহকর্মীর থেকে সাহায্য নিতে পারেন। ব্যবসায়ীরা নতুন কোনও অর্ডার পেতে পারেন। ভেবে কথা বলতে হবে। নাহলে সমস্যায় পড়তে পারেন। সন্তানের কারণে দুশ্চিন্তা বাড়তে পারে। কী সমস্যা হয়েছে তা বুঝতে সন্তানের সঙ্গে কথা বলুন। পারিবারিক বিষয়ে সমস্যা বাড়তে পারে। বাড়িতে অশান্তির পরিবেশ থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলুন। ফিজিওথেরাপির প্রয়োজন হতে পারে। নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকুন।
তুলা- বিদেশি কোম্পানিতে কর্মরতরা লাভের মুখ দেখবেন। কাজ সম্পর্কিত ভাল খবর পেতে পারেন। ব্যবসায়ীরা মানসিক অশান্তিতে ভুগতে পারেন। অনলাইন ব্যবসার সঙ্গে যাঁরা যুক্ত তাঁরা লাভের মুখ দেখবেন। তরুণরা নতুন ভাষা শিখতে পারেন। পরিবারে খুশির হাওয়া বজায় থাকবে। সর্দি কাশির সমস্যায় ভুগতে পারেন। তাই ঠান্ডা জল বা ঠান্ডা পানীয় খাওয়া এড়িয়ে চলতে হবে। উষ্ণ জল পান করুন। পুরনো কাজ নিয়ে সমস্যা থাকলে তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃশ্চিক- ব্যাঙ্কে কর্মরত এই রাশির জাতকদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। তবে ইগো দূরে রেখে চলতে হবে। নাহলে তা কাজের উপর প্রভাব ফেলবে। ব্যবসায়ীদের আরও খাটতে হবে। সেটা না হলে লাভের আশা নেই। অর্থ সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়বে। ফল পেতে আরও পরিশ্রম করতে হবে তরুণদের। নিজের স্বাস্থ্য তো বটেই বাবা মায়ের স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। কোনও রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। কারণ কঠিন সময় তাঁদেরই পাশে পাবেন।
ধনু- কর্মক্ষেত্রে ব্যস্ততা বাড়বে। দায়িত্ব নিয়ে এবং মন দিয়ে কাজ শেষ করতে হবে। টার্গেট পূরণ হবে। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। তাতে শান্তি বাড়বে। তরুণরা কোনও প্রয়োজনে বয়সে বড় কারও সাহায্য নিতে পারেন। পরিবারে বচসা হতে পারে। অশান্তির পরিবেশ বজায় থাকবে। তার মধ্যে মাথা ঠান্ডা রেখে পরিবারের সদস্যদরে পাশে দাঁড়াতে হবে। বাইরের ভাজা কোনও খাবার খাবেন না। মনকে শান্ত করতে কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন।
মকর- গবেষণার কাজে যাঁরা যুক্ত তাঁরা ইতিবাচক ফল পাবেন। কোনও কাজ বাকি থাকলে তা শেষ হবে। ব্যবসা বাড়ানোর দিকে মন দিতে হবে। লাভের মুখ দেখবেন ব্যবসায়ীরা। জমি কিনে বিনিয়োগ করতে পারেন। কাজে ব্যর্থ হলেও ভেঙে পড়বেন না। পরিবারের সদস্যদের পূর্ণ সমর্থন পাবেন। তাই তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না। পেটের সমস্যায় ভুগতে পারেন। সঙ্গীর সমর্থন পাবেন।
কুম্ভ- কর্মক্ষেত্রে চাপ থাকবে। কেরিয়ারে আরও বেশি মন দেওয়া প্রয়োজন। ভুলের জন্য অফিসে সমস্যায় পড়তে পারেন। খাবারের বিক্রেতাদের আরও সতর্ক হতে হবে ক্রেতাদের কথা মাথায় রেখে। অন্যথায় সমস্যায় পড়তে পারেন। মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। ভাষার বিষয়ে সতর্ক থাকতে হবে। ভেবে কথা বলুন। বাবা মায়ের প্রয়োজনে তাঁদের পাশে দাঁড়ান। স্বাস্থ্যের অবনতি হতে পারে।
মীন- কর্মক্ষেত্রে কারও প্রয়োজন হলে তাঁর পাশে দাঁড়ান। নিজের কাজের মূল্যায়ন করতে হবে। নিজের জিনিস যত্নে রাখুন। অকারণে রেখে যাবেন না। কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। কোনও কাজ ফেলে রেখে দেবেন না। তাতে সমস্যা বাড়বে। বিপদে পড়লে বন্ধু এবং প্রতিবেশীদের পাশে পাবেন। স্বাস্থ্যের অবনতি হতে পারে। তাই জোর করে কিছু করবেন না। কাজের চাপ থাকলেও যথেষ্ট বিশ্রাম নিতে হবে।
তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।