কলকাতা : জ্যোতিষশাস্ত্রে শনিদেবের গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। শনি মানুষকে তাদের কর্ম অনুসারে ফল দেয়। বর্তমানে তার নিজস্ব রাশি কুম্ভ রাশিতে অবস্থান করছে শনি। ২০২৪ সালেও এই রাশিতেই থাকতে চলেছে। পরের বছর শনি স্থান পরিবর্তন করবে না। কিন্তু, কুম্ভ রাশিতে থাকা সত্ত্বেও শনির গতিবিধিতে পরিবর্তন আসবে। শনি ২০২৪ সালে কুম্ভ রাশিতে বিপরীতমুখী অবস্থায় থাকবে। ২৯ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বিপরীতমুখী থাকবে। পরের বছর শনির বিপরীত গতি কিছু রাশিকে সমস্যায় ফেলবে।


কর্কট রাশ (Cancer Horoscope) -


২০২৪ সালে শনি যখন বিপরীতমুখী হবে তখন এই রাশির জাতকদের অনেক কষ্ট করতে হবে। শনি এই রাশির জাতকদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা তৈরি করতে পারে। শনির অশুভ প্রভাবে আপনার মায়ের স্বাস্থ্যেও বিরূপ প্রভাব পড়তে পারে। আগামী বছর আপনাকে প্রতিটি কাজে বাধার সম্মুখীন হতে হবে। ভাগ্য আপনার পাশে না থাকলে কোনও কাজই সহজে সম্পন্ন হবে না। বিপুল আর্থিক ক্ষতি হতে পারে। আয় কমে যেতে পারে। কোনও ঝগড়া বা বিবাদে জড়িয়ে পড়তে পারেন।


মকর রাশি (Capricorn Horoscope) -


কর্মফলের দাতা শনিদেবের বিপরীত গতি ২০২৪ সালে মকর রাশির জাতকদের সমস্যা বাড়াতে চলেছে। আগামী বছরও আপনি শনির সাড়ে সাতিতে থাকবেন। এই রাশির জাতক জাতিকাদের এই সময়ে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। আপনার স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া উচিত। খরচ বাড়বে। চাকরি ও ব্যবসার ক্ষেত্রেও ইচ্ছানুযায়ী সাফল্য পাবেন না। ২০২৪ সালে, মকর রাশির জাতকদের আর্থিক পরিস্থিতিতে ওঠানামা হতে পারে। আপনাকে মানসিক চাপের সম্মুখীন হতে হবে।


কুম্ভ রাশি (Aquarius Horoscope) -


২০২৪ সালে এই রাশির জাতকদের সাড়ে সাতির প্রভাব থাকবে। শনির বিপরীতমুখী অবস্থানের সময় এদের খুব সতর্ক থাকতে হবে। আপনাকে অনেক স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে হবে। আবার পুরনো কোনও রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার খরচ বাড়বে। চাকরি ও ব্যবসায় আপনাকে ব্যর্থতার সম্মুখীন হতে হবে। যে কারণে আপনি মানসিকভাবেও বিপর্যস্ত হতে পারেন। কর্মক্ষেত্রে আপনাকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে।


মীন রাশি (Pisces Horoscope) -


নতুন বছরে এই রাশির জাতকদের সমস্যা বাড়াতে চলেছে শনি। আপনার বিবাহিত জীবনেও নানারকমের ওঠা-নামা লেগেই থাকবে। বাবার সঙ্গে সম্পর্কে টানাপোড়েন দেখা দিতে পারে। কাজে বারবার বাধার মুখোমুখি হতে হবে। ব্যবসায় ক্ষতির মুখে পড়তে পারেন। কেরিয়ারে বিভিন্ন রকমের বাধার মুখোমুখি হতে হবে। আপনার খরচ বেড়ে যেতে পারে। কোনও আইনি বিষয়েও ফেঁসে যেতে পারেন। পরের বছর আপনাকে কোথাও বিনিয়োগ না করার পরামর্শ দেওয়া হচ্ছে।


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।