হাওড়া: হাওড়ায় (Howrah) ঢোকার মুখে লাইনচ্যুত ট্রেন। টিকিয়াপাড়ায় লাইন থেকে ছিটকে গেল ডাউন বাগনান লোকালের বগি। ট্র্যাক বদল করার সময় লাইনচ্যুত ট্রেনের একটি বগি। ট্রেনের গতি কম থাকায় বড় দুর্ঘটনার থেকে রক্ষা। অফিস টাইমে চূড়ান্ত ভোগান্তিতে যাত্রীরা।       


লাইনচ্যুত লোকাল ট্রেন: সকাল তখন প্রায় ৯টা। হাওড়া স্টেশনের ১৪ নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে ডাউন বাগনান লোকাল। হঠাৎ তীব্র ঝাঁকুনি, স্লিপারের সঙ্গে চাকা ঘষতে ঘষতে কিছুটা এগিয়ে দাঁড়িয়ে যায় ট্রেন। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। টিকিয়াপাড়া কারশেডেরে কাছে লাইনচ্যুত লোকাল ট্রেনের ৫ নম্বর বগির ৪টি চাকা। হাওড়া স্টেশন থেকে মাত্র ১৫০ মিটার দূরে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল লোকাল ট্রেন।খবর পেয়েই ঘটনাস্থলে আসেন রেলের পদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়াররা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় কাজ। ছুটে আসেন পূর্ব রেলের হাওড়ার ডিআরএম। 

ঘটনার পর ১৪ ও ১৫ নম্বর লাইনের ওভারহেড লাইনে পাওয়ার ব্লক করে দেওয়া হয়। ফলে বন্ধ থাকে ওই দুই ডাউন লাইনের ট্রেন চলাচল। তবে রেল সূত্রে খবর, দূরপাল্লার ট্রেন চলাচল বিঘ্নিত হয়নি। ট্র্যাক চেঞ্জ করার সময় এই ঘটনা বলে অনুমান রেলকর্তাদের। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা দেখার জন্য গঠন করা হয়েছে ৩ সদস্যের তদন্ত কমিটি।ট্রেনটির গতি কম থাকায় বড়সড় দুর্ঘটনা ঘটেনি। হতাহতের কোনও খবর নেই। ঘটনার জেরে অফিস টাইনে চূড়ান্ত ভোগান্তির শিকার হন যাত্রীরা।


গত সপ্তাহেও রেল দুর্ঘটনার খবর সামনে এসেছিল: গত রবিবার রাতে ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। ঘটনাটি ঘটে ফরাক্কার বল্লারপুর স্টেশনের কাছে। মালদার দিকে যাচ্ছিল একটি বালি বোঝাই ট্রাক। বল্লালপুর ওভারব্রিজে ওঠার বদলে রেললাইনে নেমে গিয়েছিল ট্রাকটি। এরপরই ট্র্যাকে আটকে পড়ে ওই ট্রাক। সেই সময় ওই ট্র্যাক দিয়ে যাচ্ছিল আপ রাধিকাপুর এক্সপ্রেস। ট্রাকটিকে ধাক্কা মারে দ্রুত গতিতে আসা ট্রেনটি। দুর্ঘটনার জেরে ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। যদিও হতাহতের কোনও খবর নেই।   


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Primary TET: গীতাপাঠের অনুষ্ঠানের দিনই প্রাথমিকের TET, সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারবেন? তুঙ্গে তরজা