কলকাতা: মেষ থেকে মীন, কেমন কাটবে কালকের দিন?


মেষ- আর্থিক সমস্যা দেখা দিতে পারে কর্মক্ষেত্রে। কিন্তু কারও থেকে টাকা ধার নেওয়া যাবে না। তাতে পরে আফশোস করতে হতে পারে। ব্যবসায়ীদের ব্যবসার ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে। বিশেষ করে বিপুল পরিমাণ টাকার অঙ্ক বিনিয়োগ করা যাবে না। তাতে লোকসানের আশঙ্কা রয়েছে। ঝগড়া বা বিবাদের সময় ভাষা সম্পর্কে সতর্ক হতে হবে। নাহলে সমস্যা হতে পারে। বাবা মায়ের স্বাস্থ্যের বিষয় সতর্ক হওয়া প্রয়োজন। সর্দি কাশির সমস্যায় ভুগতে পারেন এই রাশির জাতকরা।


বৃষ- ভাল-খারাপ মিলিয়েই কাটবে দিন। সহকর্মীদের পাশে পাবেন প্রয়োজনে। আর্থিক দিক থেকে অনুকূল, প্রতিকূল দুই পরিস্থিতির মুখোমুখি হতে পারেন ব্যবসায়ীরা। তাই অর্থ লেনদেনের বিষয় সতর্ক হতে হবে। কোনও আত্মীয়কে টাকা ধার দেবেন না। ফেরত পাওয়ার সম্ভাবনা কম। পড়ুয়াদের জন্য বৃহস্পতিবার ভাল দিন। পরীক্ষায় সাফল্য আসতে পারে। কোনও কোর্স শুরু করার ক্ষেত্রে বাধা দূর হবে। স্বাস্থ্য ঠিক থাকবে। তবে ঋতু পরিবর্তনের বিষয় সতর্ক হতে হবে।


মিথুন- কর্মক্ষেত্রে সমস্যা দূর হবে। তাতে মন খুশি থাকবে। ব্যবসায়ে লাভের মুখ দেখবেন। বাড়িতে খুশির পরিবেশ বজায় থাকবে। মানসিক এবং শারীরিকভাবে এনার্জি থাকবে তুঙ্গে। যে কোনও ক্ষেত্রেই কেরিয়ার হিসেবে বেছে নিতে চাইলে সাফল্য আসবে। আর্থিক পরিস্থিতির উন্নতির জন্য বিভিন্ন সুযোগ সামনে আসবে। বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হতে পারে। স্বাস্থ্যের বিষয় সতর্ক হতে হবে। রক্তাল্পতার সমস্যা হতে পারে। সন্তানের কারণে মন খুশি।


কর্কট- ক্লান্তি বজায় থাকবে। কর্মক্ষেত্রে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। সন্ধের পর বিগড়ে যেতে পারে স্বাস্থ্য। আলসেমির কারণে ব্যবসায় সমস্যা হতে পারে। ধর্মীয় কাজে মন দিলে শান্তি বজায় থাকবে। পরিবারে কোনও বিষয় নিয়ে অশান্তি হতে পারে। তাতে সমস্যা বাড়বে। স্বাস্থ্য ঠিক থাকবে। খাওয়া দাওয়ার বিষয় সতর্ক হতে হবে। ভাজা খাওয়া এড়িয়ে চলতে হবে।


সিংহ- কাজ শেষ করার জন্য দীর্ঘক্ষণ অফিসে থাকতে হবে। ব্যবসায় কোনও বাধা থাকলে তা দূর হবে। আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। কেরিয়ারে সাফল্য আসবে। তাতে পরিবারের পাশে দাঁড়াতে পারবেন। সামগ্রিকভাবে উন্নতি হবে। তবে আরও বেশি কঠিন পরিশ্রম করতে হবে। দীর্ঘক্ষণ ধরে কোনও রোগে ভুগলে দ্রুত চিকিৎসা করাতে হবে। তাতে সমস্যা দূর হবে।


কন্যা- কর্মক্ষেত্রে মানসিক শান্তি থাকবে। কাজের পরিবেশ ভাল হবে। তাতে মন দিয়ে কাজ করতে পারবেন। সহকর্মীদের প্রশংসা পাবেন।  ব্যবসায়ে সমস্যা দূর হবে। উন্নতি হওয়ার পাশাপাশি লাভেরও মুখ দেখবেন। পুরনো কোনও সমস্যা থেকে মুক্তি মিলবে। বাড়িতে শান্তির পরিবেশ বজায় থাকবে। সঙ্গীর সঙ্গে মনোমালিন্য দূর হবে। স্বাস্থ্য ঠিক থাকবে। তবে কোনও শারীরিক সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।


তুলা- কর্মক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ আসতে পারে। অতিরিক্ত কাজে মানসিক অশান্তিও বাড়তে পারে। ক্লান্তিও বাড়তে পারে তাতে। চা পান করতে পারেন। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হতে হবে। আর্থিক পরিস্থিতির অবনতি হতে পারে। তাতে একাধিক কাজ আটকে যাবে। স্বাস্থ্য ভাল থাকবে। তবে চোখের সমস্যা ভোগাতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।


বৃশ্চিক- কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। বিনিয়োগের আগে সতর্ক হতে হবে। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। ব্যবসায় উন্নতি হবে। আর্থিক পরিস্থিতি ভাল থাকবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ শেষ হবে আজ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে পারেন। তাতে কেরিয়ারের নতুন দিক খুল যাবে। স্বাস্থ্য ঠিক থাকবে। তবে সুস্থ থাকতে সময় বের করে শরীরচর্চাও করতে হবে।


ধনু- কর্মক্ষেত্রে ভাল দিন কাটবে। সময়ের মধ্যে কাজ শেষ করতে পারবেন। যৌথ উদ্যোগে কোনও ব্যবসায় লাভ রয়েছে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। সঙ্গীর সাহায্য পাবেন। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে। নেশায় আসক্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাতে কেরিয়ারের উপর প্রভাব পড়বে। পরিবারে খুশির পরিবেশ থাকবে। শান্তি ফিরে আসবে। যোগব্যায়াম করতে পারেন সুস্থ থাকতে। উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে ভাজা খাবার এবং মিষ্টি এড়িয়ে চলতে হবে।


মকর- অফিসে চ্যালেঞ্জের মুখোমুখি হবেন। তাতে মানসিক অবসাদ বাড়বে। ব্যবসায় বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভাবনা চিন্তা করতে হবে। সাফল্য আসবে তবে তার জন্য ধৈর্য্য ধরতে হবে। লক্ষ্যে স্থির থাকতে হবে তরুণদের। তাই বন্ধু নির্বাচনের বিষয়ও সতর্ক হওয়া প্রয়োজন। নাহলে সমস্যা বাড়তে পারে। কেরিয়ারের উপরও মারাত্মক প্রভাব পড়তে পারে। শান্তি পরিবেশ থাকবে বাড়িতে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়বে। মাইগ্রেনের সমস্যায় ভুগতে পারেন।


কুম্ভ- কর্মক্ষেত্রে নয়া সমস্যা দেখা দিতে পারে। তবে তা কাটিয়ে উঠতে পারবেন। আপনার কাজে খুশি হবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। নতুন ব্যবসা শুরু করতে পারেন। তবে প্রথমেই সাফল্য নাও আসতে পারে। বরং চিন্তা বাড়তে পারে তা নিয়ে। টাকাপয়সা নিয়ে চিন্তা বাড়তে পারে। স্বামীর স্বাস্থ্য নিয়ে চিন্তা দূর হবে। আপনার স্বাস্থ্য স্বাভাবিক থাকবে। তবে ক্লান্ত বোধ করতে পারেন। কাজের মাঝে বিশ্রাম নিন প্রয়োজনে।


মীন- কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ বজায় থাকবে। তাতে খুশি থাকবে মনও। বেতন বৃদ্ধির সম্ভাবনা। ব্যবসায়ীরা নতুন চুক্তিতে সই করতে পারেন। আর্থিক লাভের মুখ দেখবেন। মন ভাল থাকবে তাতে। পরিশ্রমের পাশাপাশি ভাগ্য সঙ্গ দেবে বৃহস্পতিবার, ফলে সাফল্য আসবে। পরিবারে খুশির পরিবেশ থাকবে। সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিটবে। স্বাস্থ্য ঠিক থাকবে। ব্যথা দূর হবে। তবে কোনও রোগের চিকিৎসা চললে, ওষুধ বন্ধ করা যাবে না। তাতে সমস্যা বাড়বে।


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।