সৌভিক মজুমদার, কলকাতা: শেষ হল এসএসসির নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলার শুনানি, রায়দান স্থগিত। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চে শুনানি শেষ। গত ৫ ডিসেম্বর থেকে শুরু হয় এসএসসির নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। প্রায় সাড়ে ৩ মাস ধরে চলা এই মামলার শুনানি পর্বে বিচারপতি মন্তব্য করেন, “এই নিয়োগপ্রক্রিয়া থেকে ভাল কিছু খুঁজে পাওয়া কঠিন।’’


মামলার শুনানি শেষ: SSC-র মাধ্যমে, গ্রুপ C, গ্রুপ D-র কর্মী নিয়োগের পাশাপাশি, নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগেও দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছে। এই সংক্রান্ত মামলার জল গড়ায় সুপ্রিম কোর্টে পর্যন্ত। বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ, সব মামলাই কলকাতা হাইকোর্টে ফেরত পাঠায়। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিশেষ বেঞ্চ গঠন করবেন বলে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। SSC-র নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব মামলার শুনানি সেখানেই হবে বলে জানিয়ে দেয় সর্বোচ্চ আদালত। ৬ মাসের মধ্যে বিচারপর্ব শেষ করতেও নির্দেশ দেওয়া হয়। সেইমতো হাইকোর্টের বিশেষ বেঞ্চে গত ৫ ডিসেম্বর থেকে শুরু হয় শুনানি। সেই শুনানি বুধবার শেষ হওয়ার পর, স্থগিত রাখা হয়েছে রায়দান।


হাজারো সওয়াল-জবাব, হাইকোর্টের বিশেষ বেঞ্চের একাধিক তাৎপর্যপূর্ণ মন্তব্য, শয়ে শয়ে চাকরিপ্রার্থীর আদালতের মুখ চেয়ে অপেক্ষা। প্রায় সাড়ে ৩ মাস ধরে চলার পর, হাইকোর্টের বিশেষ বেঞ্চে শেষ হল SSC নিয়োগ দুর্নীতি মামলার শুনানি। চাকরিপ্রার্থীদের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, “ঘোষিত শূন্যপদের থেকেও বেশি সংখ্যক ব্যক্তিকে নিয়োগ করা হয়েছে।এই অবৈধ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষের টাকা নয়ছয় করা হয়েছে।প্রশাসনিক স্তরে যে আধিকারিকরা যুক্ত, তাঁদের বিরুদ্ধেও পদক্ষেপ করা হোক। এই সব টাকা ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।এই আদালত তো OMR দেখার সুযোগ দিয়েছিল।  কজন এসে বলেছেন যে এই OMR আমার নয়?’’

বিচারপতি দেবাংশু বসাক বলেন, “অতিরিক্ত নিয়োগ সরাসরি বাতিল হাওয়া উচিত। বিধিবদ্ধ সংস্থার আধিকারিকদের জন্য ফৌজদারি মামলা তো আছেই।’’ তখন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন, “এটা সুপরিকল্পিত অপরাধ।এই মামলার প্রেক্ষিতে আদালত যদি দৃষ্টান্তমূলক পদক্ষেপ না নেয়, তাহলে এই অপরাধপ্রবণতা কমবে না। অপরাধীরা এই ধরনের অপরাধ করতেই থাকবে।’’


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Weather Update: আপাতত কাটছে না দুর্যোগের মেঘ! কবে কমবে বৃষ্টি?