কলকাতা: চলতি বছরের শেষ অমাবস্যা। ২৩ ডিসেম্বর অর্থাৎ শুক্রবার পৌষ অমাবস্যা (Paush Amavasya 2022)। পঞ্চাঙ্গ অনুসারে, বছরে মোট ১২টি অমাবস্যা হয়। অর্থ, যশ পেতে এদিন মেনে চলতে পারেন কয়েকটি দিক। অনেকের বিশ্বাস এই দিনে বিশেষ কিছু জিনিসের জলে স্নান করলে সৌভাগ্য ফেরে।
দিনক্ষণ ও তিথি: হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, পৌষ অমাবস্যা (Paush Amavasya 2022 ) তিথি শুরু হবে ২২ ডিসেম্বর সন্ধে ৭টা ১৩ মিনিটে। পরের দিন ২৩ ডিসেম্বর বেলা ৩টে ৪৬ মিনিটে শেষ হবে তিথি।
এ বছর পৌষ অমাবস্যা ২৩ ডিসেম্বর। ধনু সংক্রান্তি পৌষ মাসেই আসে এবং সূর্য ধনু রাশিতে প্রবেশ করলে খরমাস শুরু হয়। এ মাসে শুভকাজ নিষিদ্ধ করা হয়।
- জ্যোতিষ শাস্ত্র (Astrology) অনুসারে পৌষ মাসে সূর্যের পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে
- এই মাসে অমাবস্যায় উপবাস করে সূর্যের আরাধনায় বহুবার পুণ্য ফল পাওয়া যায়।
- সারাদিন উপোস করে গঙ্গা (Ganges) স্নান করুন।
- দিনান্তে অশ্বত্থ গাছ প্রদক্ষিণ করুন।
- এদিনে বট গাছের নীচে আপনার পূর্বপুরুষদের নামে একটি ঘি প্রদীপ জ্বালান।
- চেষ্টা করুন গরীব মানুষকে এ দিন কিছু দান করার।
- কালো কুকুরকে খাওয়ান।
- পৌষ অমাবস্যার দিনে দেবী লক্ষ্মীর আরাধনায় আর্থিক উন্নতি হয় বলে অনেকেরই ধারণা।
- এ দিন পিতৃপুরুষের উদ্দেশে তর্পন ও পুণ্যস্নানের জন্য অত্যন্ত শুভ।
- ঘরে গঙ্গার জল ছিটিয়ে দিন।
স্নানের নিয়ম-বিধি
- এলাচ-কেশরের জলে স্নান করুন।
- এক চিমটে সরষে ফেলে সূর্যের জলে ঘণ্টা খানেক রেখে সেই জলে স্নান করুন।
- আর্থিক সমৃদ্ধির জন্য অমাবস্যার দিনে জলে কিছু তিল দিয়ে স্নান করুন।
- দুধ বা সাদা চন্দন মিশিয়ে স্নান করতে পারেন।
আরও পড়ুন: Horoscope Today, 22 December 2022: লক্ষ্মীবারে কোন কোন রাশির অর্থাগমের ইঙ্গিত, কাদের বিপুল খরচ, রাশিফল
উল্লেখ্য, নতুন বছরে (New Year) নতুন আশা (New Hope)। হাতে আর মাত্র কয়েকদিন বাকি। আপনি যদি নতুন বছরকে সুখ-সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে চান, তাহলে বাড়িতে কিছু গাছ-গাছালি লাগিয়ে বছরটি শুরু করুন। বাস্তুতে গাছপালাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাড়ির সঠিক স্থানে যদি শুভ বৃক্ষ লাগানো হয়, তাহলে তা সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। তবে, বাস্তু অনুসারে গাছপালা সঠিক দিকে না থাকলে অশুভ ফল ভোগ করতে হয়। যদি নতুন বছরকে ভাল ও আনন্দময় করতে চান, তাহলে বাস্তুশাস্ত্র অনুযায়ী আপনার বাড়িতে অবশ্যই কিছু গাছ-গাছালি লাগান। তালিকায় রাখুন, মানিপ্ল্যান্ট, তুলসী, সাদা অপরাজিতা।