কলকাতা: মেষ থেকে মীন, কেমন কাটবে কালকের দিন?
মেষ- অফিসিয়াল কোনও কাজের ক্ষেত্রে নিজের ক্ষমতা দেখাতে হবে। তবে ক্ষমতার অপব্যবহার করা যাবে না। দীর্ঘদিন ধরে কোনও ব্যথার সমস্যা থাকলে তা বাড়বে। সেক্ষেত্রে ফিজিওথেরাপিস্টের সঙ্গে কথা বলা যেতে পারে। আর্থিক দিক থেকে লাভের সম্ভাবনা ব্যবসায়ীদের। জ্ঞান বাড়াতে আরও বেশি বই পড়া উচিত। তাতে মনও ভাল থাকবে। পরিবারকে সময় দিন। তাতে পরিবারের সদস্যরা খুশি হবেন। শান্তির পরিবেশ বজায় থাকবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে।
বৃষ- কর্মক্ষেত্রে ভুলের বিষয়ে সতর্ক হতে হবে। সামান্য ভুলেও বড় লোকসান হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের রাগের কারণ হতে পারেন। ফলে তা উন্নতিতেও বাধা হয়ে দাঁড়াতে পারে। যারা ইতিমধ্যেই কোনও রোগে আক্রান্ত তাদের কোনওভাবেই দীর্ঘক্ষণ না খেয়ে থাকা যাবে না। তাতে বিপজ বাড়বে। সকালে যোগব্যায়াম করা যেতে পারে। ব্যবসায়ীরা আইনি ঝামেলায় পড়তে পারেন। তাই সতর্ক থাকতে হবে। অনেক রাত পর্যন্ত না পড়াই ভাল পড়ুয়াদের। একাকীত্বে ভুগতে পারেন। সমস্যা সমাধানে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলুন।
মিথুন- স্বাস্থ্যক্ষেত্রে যাঁরা কাজ করছেন, তাঁদের জন্য ব্যস্ততম দিন। ফলে ক্লান্ত বোধ করতে পারেন। তবে কাজের প্রতি জেদও থাকবে। পুষ্টিগুণে ভরপুর খাবার খেতে হবে। নাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। তাতে অসুস্থ হয়ে পড়বেন। বাড়িতে কোনও আত্মীয় আসতে পারেন। ওষুধ ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। বড় কোনও হাসপাতালে ওষুধ সরবরাহের অর্ডার আসতে পারে। আর্থিক লাভের সম্ভাবনা। যাঁরা চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা দোটানায়া ভুগতে পারেন।
কর্কট- অতি আত্মবিশ্বাসের ফলে কাজের উপর প্রভাব পড়বে। যার পরিণতি ভয়ঙ্কর হতে পারে। তাই আরও বেশি সচেতন হতে হবে। হাঁটুর ব্যথার সমস্যায় ভুগতে পারেন। দীর্ঘদিন ধরে কোনও রোগের চিকিৎসা চললে মাঝপথে ওষুধ খাওয়া বন্ধ করা যাবে না। ব্যবসায়ীরা বড় কোনও চুক্তিতে সই করতে পারেন। তবে তার জন্য কঠিন পরিশ্রমের প্রয়োজন। আলসেমির কারণে গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হবে। কোনও বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলুন।
সিংহ- কর্মক্ষেত্রে কোনও কিছু উপস্থাপনা করার থাকলে প্রস্তুতি সম্পূর্ণ করে রাখতে হবে। নাহলে সমস্যায় পড়তে পারেন। ঠান্ডা পানীয় পান করা এড়িয়ে চলুন। নাহলে বিপদ হতে পারে। সর্দি কাশির আশঙ্কা রয়েছে। পারিবারিক সূত্রে পাওয়া ব্যবসার ক্ষেত্রে সঞ্চয়ের দিকেও জোর দিতে হবে। কোনও সামাজিক কাজে অংশ নিতে পারেন। প্রেমের সম্পর্কের জন্য দারুণ দিন।
কন্যা- কর্মক্ষেত্রে অবস্থান চ্যুত হতে পারে। হারাতে পারেন ক্ষমতাও। অপমানের আশঙ্কাও রয়েছে। স্বাস্থ্যের যত্ন নিতে যোগব্যায়াম করতে পারেন। দীর্ঘক্ষণ বসে কাজ করবেন না। ব্যবসায়ীদের আরও বেশি পরিশ্রম করতে হবে। তবেই ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারবেন। তবেই আসবে সাফল্য। বিজ্ঞানের ছাত্রদের প্রোজেক্ট এবং প্র্যাক্টিক্যাল ক্লাসের দিকে আরও বেশি মন দিতে হবে। পরিবারের খুদে সদস্যের উপর রাগ করবেন না। বাড়িতে শান্তির পরিবেশ বজায় রাখুন।
তুলা- কর্মক্ষেত্রে পরিবেশ ভাল থাকবে না। অর্থ লাভের জন্য আরও বেশি পরিশ্রম করতে হবে। তবেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ খুশি হবে। আবহাওয়ার পরিবর্তনের জন্য স্বাস্থ্যের উপর প্রভাব পড়বে। শরীর খারাপ হতে পারে। ক্রেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে ব্যবসায়ীদের। তবেই ভাল লাভ হবে। যোগাযোগকে কাজে লাগাতে হবে। যৌথ উদ্যোগে ব্যবসা করলে পার্টনারের সঙ্গে দুর্ব্যবহার করবেন না। কোনও অপ্রত্যাশিত খবরে মনখারাপ হতে পারে। বাড়ির পরিবেশ খারাপ থাকবে।
বৃশ্চিক- অফিসের বিষয় নিয়ে বাড়িতে আলোচনা করবেন না। তাতে বাড়ির পরিবেশও খারাপ হবে। পরিবারের সদস্যরা রাগ করতে পারেন। বাইরের খাবার খাবেন না। তাতে বদহজম হতে পারে। চেষ্টা করুন বাড়িতে তৈরি স্বাস্থ্যকর খাবার খেতে। এমন খাবার খেতে হবে যা সহজপাচ্য। ব্যবসায় সমস্যা বাড়তে পারে। বাবা অপছন্দ করেন এমন বিষয় নিয়ে কথা না বলাই ভাল। মতাদর্শগত পার্থক্য হতে পারে বাবার সঙ্গে। সামান্য চেষ্টাতেই বাড়ির পরিবেশ স্বাস্থ্যকর হতে পারে।
ধনু- নির্দিষ্ট কোনও কাজ দেওয়া থাকলে তা দায়িত্বের সঙ্গে পালন করতে হবে। লাগাতার কাজের ফলে ক্লান্ত বোধ করতে পারেন। প্রয়োজনে কাজের মাঝে বিশ্রাম নিতে হবে। তবেই স্বাস্থ্য ভাল থাকবে। সমাজে নিজের জায়গা তৈরি করতে হবে ব্যবসায়ীদের। পাশাপাশি অংশ নিতে হবে সামাজিক কাজেও। এই রাশির জাতকদের নিজের ব্যবহার সম্পর্কে আরও বেশি সচেতন হতে হবে। সঙ্গীর সঙ্গে দূরত্ব বাড়তে পারে।
মকর- কাজের ক্ষেত্রে বর্ষীয়ান কারও পরামর্শ নেওয়া যেতে পারে। তাতে কাজের সুবিধা হবে। পায়ের সমস্যা বাড়তে পারে। চিকিৎসকের পরামর্শ নিতে হবে। খাবারের ব্যবসার সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের জন্য ভাল দিন। লাভের মুখ দেখতে পারবেন। বিয়ের দিন স্থির হতে পারে। কোনও কাজ শুরু করার আগে মায়ের আশীর্বাদ নিতে ভুলবেন না। যতটা সম্ভব সন্তানের সঙ্গে সময় কাটান।
কুম্ভ- অফিসের কাজের জন্য দীর্ঘক্ষণ বাইরে কাটাতে হতে পারে। যার জন্য ক্লান্ত বোধ করতে পারেন। তবে কর্মক্ষেত্রে প্রশংসাও পাবেন। তাই আগে থেকে কাজের রুটিন করে নিতে হবে। তাহলে সমস্যা হবে না। শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। ইতিবাচক মনোভাব বজায় রাখতে হবে। অকারণে রাগ হতে পারে। শান্ত থাকার চেষ্টা করতে হবে। তাতে বাড়ির পরিবেশও ভাল থাকবে।
মীন- প্রযুক্তি সংক্রান্ত কাজের সঙ্গে যাঁরা যুক্ত তাঁরা কোনও সমস্যার মুখোমুখি হতে পারেন। এই সময়ে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগাতে হবে। ত্বকের সমস্যায় ভুগতে পারেন। তাই বাড়িতে তৈরি জিনিস ব্যবহারে যদি কাজ না হয়, তবে কোনও চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ব্যবসায়ীরা একা কোথাও যাতায়াত করবেন না। সঙ্গে অবশ্যই কাউকে রাখতে হবে। কোনও নেতিবাচক ভাবনা আসতে দেবেন না।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।