Bajaj Bikes: বাজারে আর কিছুদিনের মধ্যেই লঞ্চ হতে চলেছে বাজাজ পালসারের একটি আপডেটেড ভার্সন। পালসার এন ২৫০ মডেলটিরই আপডেটেড ভার্সন আসতে চলেছে। আগামী ১০ এপ্রিল লঞ্চ হবে এই আপডেটেড ভার্সন। নিরাপত্তা পরীক্ষা করা হয়েছে গাড়িটির, ১০ এপ্রিল থেকেই পালসারপ্রেমীরা (Bajaj Pulsar) কিনতে পারবেন এই বাইক। এমনিতেই ভারতের বাজারে পালসারের বাইকের বিপুল চাহিদা আছে আর তাই এই নতুন মডেলটি বাইকপ্রেমীদের মধ্যে আরও যে উত্তেজনা ছড়াবে একথা বলাই বাহুল্য।


কী বৈশিষ্ট্য এই আপডেটেড বাইকের


পরীক্ষার সময়েই এই বাইকের বেশ কিছু ফিচার্স লক্ষ করা গিয়েছে। বাজারে আপসাইড ডাউন ফর্কের সঙ্গে আসতে পারে এই বাইকটি (Bajaj Pulsar)। এই ফর্ক থাকার কারণে বাইক চালকেরা যে কোনও ধরনের রাস্তায় বাইক চালাতে পারেন এবং শার্প টার্ন নিতেও কোনও সমস্যা হয় না। হ্যান্ডলিং, স্টেবিলিটি ও বাইকের কর্মক্ষমতা বাড়াতে পারে এই আপসাইড ডাউন ফর্ক। বাইকে থাকতে পারে এলসিডি ডিসপ্লে। তবে এই বাইকের আরও ফিচার্স সম্পর্কে বাইক বাজারে আসার পরেই বিস্তারিত জানা যাবে।


পালসারের এই আপডেটেড মডেলটি সম্পূর্ণ ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সম্পন্ন, এর মাধ্যমে বাইক চালক একইসঙ্গে গিয়ার পজিশন, স্পিড, আরপিএম, মাইলেজ, ফুয়েল ক্যাপাসিটি সম্পর্কে জানতে পারবেন। এর পাশাপাশি, এতে থাকছে ব্লুটুথ কনসোল যার মাধ্যমে বাইক আরোহী তাঁর স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করতে পারবেন এই বাইক।


পাওয়ারট্রেন কী থাকবে


পালসার এন ২৫০ মডেলটিরই একটি আপডেটেড ভার্সন হল এই নতুন মডেলটি (Bajaj Pulsar)। পালসার এন ২৫০ মডেলে একটি ২৪৯ সিসি সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন ছিল, এয়ার ও অয়েল কুলড ইঞ্জিন এটি যা কিনা ২৪.১ বিএইচপি পাওয়ার ও ২১.৫ এনএম টর্ক উৎপন্ন করতে পারত। এমনকী এতে থাকত ৫ স্পিডের গিয়ারবক্স। তবে আপডেটেড মডেলটির পাওয়ারট্রেন সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।


দাম কী হবে


পালসার এন ২৫০-র (Bajaj Pulsar) নতুন মডেলের রঙ বদলে যাবে এটা ধারণা করাই যায় এবং একইসঙ্গে এর দামও যে খানিক বাড়বে তাও আন্দাজ করে নেওয়া যায়। বাজাজ পালসার এন ২৫০-র এক্স শোরুম দাম যেখানে ১.৫০ লাখ টাকা, সেখানে আপডেটেড ভার্সনটির দাম একটু বাড়তে পারে। আর এই নয়া ভার্সনটি বাজারে মূলত সুজুকি গিক্সার ২৫০, টিভিএস অ্যাপাচি আরটিআর ২০০ আরভি এই মডেলের সঙ্গেই পাল্লা দিয়ে প্রতিযোগিতা করবে।


আরও পড়ুন: BMW i5 Car: নতুন গাড়ি আনছে বিএমডব্লিউ, শীঘ্রই ভারতে কোম্পানির ইলেকট্রিক i5 লাক্সারি সেডান


Car loan Information:

Calculate Car Loan EMI