মেষ রাশি- মেষ রাশির জাতকরা ভাগ্যের সঙ্গ পাবেন। যোগ্যতা ও পরিশ্রমের দ্বারা কর্মক্ষেত্রে সকলের মনোযোগ আকর্ষণ করবেন। বরিষ্ঠ আধিকারিক আপনার কাজে প্রভাবিত হবে, এর দ্বারা অদূর ভবিষ্যতে পদোন্নতি, উৎসাহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা কোনও বড় উপভোক্তার সঙ্গে যুক্ত হতে পারবেন। এর দ্বারা ভবিষ্যতে ক্রমাগত লাভ অর্জন করতে পারবেন। পুরনো ঋণ আপনার ওপর মানসিক চাপ সৃষ্টি করবে। তা শোধ করার পরিকল্পনা করবেন। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

বৃষ রাশি- বৃষ রাশির জাতকরা ভাগ্যের সঙ্গ লাভ করবেন। কর্মক্ষেত্রে নতুন পরিকল্পনা শুরুর জন্য দিন শুভ। স্টার্টআপের কথা চিন্তাভাবনা করে থাকলে লগ্নি লাভজনক প্রমাণিত হবে। চাকরিজীবী জাতকরা দ্বিগুণ দায়িত্ব পেতে পারেন। এর পরিবর্তে বেতনবৃদ্ধির সম্ভাবনা থাকতে পারে। পুরনো লগ্নির দ্বারা আয় সম্ভব।

মিথুন রাশি- মিথুন রাশির জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা দেবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন। মনের মধ্যে প্রতিযোগিতা থাকবে। নিজের সমস্যা শান্তিতে সমাধান করুন। বাড়িতে আত্মীয়ের আগমন হতে পারে। ছোট বাচ্চা আপনার সঙ্গে আনন্দে সময় কাটাবেন, যার ফলে চিন্তা কমবে।

কর্কট রাশি- কর্কট রাশির জাতকদের সততা ও সমর্পণ কর্মক্ষেত্রে ইতিবাচক প্রভাব বিস্তার করবে। ভাগ্যের সহযোগিতা লাভ করবেন। চাকরি পরিবর্তন বা পদোন্নতিতে ইচ্ছুক জাতকরা ভালো সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীরা পুরনো ডিলারের দ্বারা বড় অর্ডার পেতে পারেন। রিয়েল এস্টেট, লজিস্টিকের সঙ্গে জড়িত জাতকরা বড়সড় লাভ অর্জন করতে পারবেন। বন্ধুদের সঙ্গে ঋণের লেনদেনের সম্ভাবনা রয়েছে, তবে ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করুন।

সিংহ রাশি- সিংহ রাশির জাতকদের আজকের দিনটি ব্যস্ততায় পরিপূর্ণ। ব্যবসা সামলাতে ব্যস্ত থাকবেন, যে কারণে অন্য কাজে মনোনিবেশ করতে পারবেন না। সম্পত্তি ডিলিংয়ের কাজ করেন যাঁরা, তাঁরা বড় কোনও চুক্তি পেতে পারেন। সন্তানকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করবেন। জীবনসঙ্গীর কেরিয়ারের কারণে অবসাদ থাকলে তা দূর হবে। অতীত ভুল থেকে শিক্ষা নিন।

কন্যা রাশি- কন্যা রাশির জাতকরা ভাগ্যের সঙ্গ পাবেন। আপনার তর্কশক্তি ও স্পষ্টতা কার্যক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা গ্রহণকারী হিসেবে গড়ে তুলবেন। প্রতিযোগী পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যাঁরা, তাঁরা সুসংবাদ পেতে পারেন। ব্যবসায়ীরা পুরনো লগ্নির দ্বারা লাভ অর্জন করতে পারবেন। আমদানি-রফতানি, ই-কমার্স বা হোলসেল সংক্রান্ত নতুন ডিল চূড়ান্ত হতে পারে। অপ্রয়োজনীয় বিবাদ থেকে দূরে থাকুন। ঋণ দেবেন না, কারণ তা ফিরে পাওয়া কঠিন হবে।

তুলা রাশি- তুলা রাশির জাতকদের আজকের দিনটি দুর্বল থাকবে। পুরনো রোগ দেখা দিতে পারে। ঘরোয়া সমস্যা থেকে স্বস্তি পাবেন। সন্তানের সঙ্গতি নিয়ে চিন্তিত থাকবেন, তাঁদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে। ছাত্রছাত্রীদের পড়াশোনায় আগত সমস্যার কারণে সিনিয়রদের সঙ্গে কথা বলতে হবে। কোনও বিশেষ ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ সম্ভব।

বৃশ্চিক রাশি- বৃশ্চিক রাশির জাতকদের আজকের দিনটি অত্যন্ত ফলদায়ী। একের পর এক সুসংবাদ পেতে পারেন। রোগভোগের সম্ভাবনা রয়েছে, পুরনো রোগ মাথা চাড়া দিতে পারে। কারও কাছ থেকে টাকা ধার নেবেন না, তা না-হলে সেটি শোধ করা কঠিন হবে। পুরনো ভুল থেকে শিক্ষা নেবেন। রাজনীতির সঙ্গে যুক্ত জাতকরা নিজের ভালো কাজের জন্য সম্মানিত হবেন। বন্ধু দীর্ঘদিন পর আপনার সঙ্গে দেখা করতে আসতে পারে।

ধনু রাশি- ধনু রাশির জাতকরা আজ মিশ্র পরিণাম পাবেন। প্রতিদ্বন্দ্বীর কোনও কথা খারাপ লাগতে পারে। মা-বাবার কাছ থেকে গুরুত্বপূর্ণ বিষয় পরামর্শ নিতে পারেন। প্রেম জীবনে বিবাদ সম্ভব, তাই বাণী নিয়ন্ত্রণে রাখুন। কর্মক্ষেত্রে অন্যের কাজে অধিক নজর দেবেন।

মকর রাশি- মকর রাশির জাতকদের আজকের দিনটি নতুন কাজ শুরুর জন্য় ভালো। ছাত্রছাত্রীরা বৌদ্ধিক ও মানসিক বোঝা থেকে স্বস্তি পাবেন। বন্ধুর স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন। রাজনীতির কাজকর্মের সঙ্গে জড়িত জাতকদের সম্মানিত করা হবে। পরিবারের কোনও সদস্যের বিবাহে আগত বাধার সমাধান হবে।

কুম্ভ রাশি- কুম্ভ রাশির জাতকরা আজ ভাগ্যের সঙ্গ লাভ করবেন। গবেষণা কাজের জন্য আজকের দিনটি অনুকূল। নতুন ব্যবসা শুরুর জন্য এই সময়টি শুভ। উচ্চ শিক্ষা, বিদেশ যাত্রা ও বহুজাতিক সংস্থায় চাকরিতে ইচ্ছুক জাতকরা আজ কোনও সংবাদ পেতে পারেন। ব্যবসায় নতুন অংশীদারীর সুযোগ পেলে সমস্ত দলিলপত্র ভালোভাবে খতিয়ে দেখতে হবে। সৃজনশীল ক্ষেত্রের সঙ্গে জড়িত জাতকরা নাম ও লাভ অর্জন করবেন।

মীন রাশি- মীন রাশির জাতকদের আজকের দিনটি নানান সমস্যায় ভরপুর থাকবে। নিজের কাজে ব্যস্ত থাকবেন। পারিবারিক সমস্যা মনোনিবেশ দিতে হবে। সন্তানের কারণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। মা-বাবার পরামর্শ মান্য করা শ্রেয়। সম্পত্তি সংক্রান্ত বিবাদের সমাধানের জন্য অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিতে হবে। কোনও কাজের কারণে ছোট দূরত্বের যাত্রা করতে হবে।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।