(Horoscope Tomorrow 27 December 2024) এই পর্বে দেখুন মেষ থেকে কন্যা রাশির শুক্রবারের রাশিফল
মেষ রাশির শুক্রবারের রাশিফল (Mesh Rashi Rashifal Tomorrow)
মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য সমস্যাবহুল হতে পারে শুক্রবার। কোনও ঝুঁকিপূর্ণ কাজ করা থেকে বাঁচতে হবে। সামাজিক কাজের সঙ্গে যুক্ত এমন লোকজনের মান-সম্মান মিলবে শুক্রবার। ব্যবসায় নতুন কোনও প্রকল্প মিলতে পারে। যা আপনার আয় বাড়াতে সহায়তা করবে। মধুর থাকবে দাম্পত্য জীবন। টাকাপয়সা ধার নেওয়া থেকে এড়িয়ে চলুন। নয়তো ঘনিষ্ঠ সম্পর্কে খারাপ প্রভাব পড়তে পারে।
বৃষ রাশির শুক্রবারের রাশিফল (Brisha Rashi Rashifal Tomorrow)
বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য কালকের দিন আয়ের উৎস বাড়ানোর দিন। জীবনসঙ্গীর তরফ থেকে কাল সারপ্রাইজ় গিফট মিলতে পারে। পরিবারে কোনও মঙ্গলকাজের আয়োজন হতে পারে। মায়ের তরফ থেকে কোনও বড় দায়িত্বপূর্ণ কাজের দায়িত্ব পেতে পারেন আপনি। যা সময় থাকতে সম্পন্ন করতে হবে আপনাকে। ভাইয়ের কোনও কথায় খারাপ লাগতে পারে। খরচের উপর নজর দিন। রাশ টানুন।
মিথুন রাশির শুক্রবারের রাশিফল (Mithun Rashi Kalker Rashifal)
মিথুন রাশির জাতক-জাতিকাদের নিজের কাজ নিয়ে সাবধান হওয়ার দিন। প্রতারকদের থেকে সাবধান থাকুন। প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জিনিস কেনার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় হয়ে যাবে আপনার। সম্পত্তি সংক্রান্ত কোনও মামলা চললে আপনার জয়লাভের সম্ভাবনা রয়েছে তাতে। বাবার কাছ থেকে কাজ নিয়ে প্রয়োজনীয় শলা-পরামর্শ করে নিন।
কর্কট রাশির শুক্রবারের রাশিফল (Karkat Rashi Rashifal Tomorrow)
শুক্রবার কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর দিন হতে পারে। আপনার কোনও সিদ্ধান্তে কর্মক্ষেত্রে যদি ঝগড়ার পরিস্থিতি তৈরি হয় , তাহলে সেটিকেও সমাধান করে ফেলতে পারবেন। চাকরি খুঁজছেন যাঁরা, ভাল সুযোগ আসতে পারে কাল। ভাল থাকবে আর্থিক স্থিতি। সামাজিক কাজে কর্মরত রয়েছেন যাঁরা, নতুন মানুষজনের সঙ্গে সংযোগসাধন করতে সক্ষম হবেন। সন্তানদের তরফ থেকে কোনও সুখবর মিলতে পারে।
সিংহ রাশির শুক্রবারের রাশিফল (Singha Rashi Rashifal Tomorrow)
সিংহ রাশির জাতক-জাতিকাদের ব্যবসায় মনমতো লাভ পাওয়ার দিন কাল। কোনও ভাল চুক্তি পেতে সুযোগ মিলবে। বিদেশ যাওয়ার জন্য পরিকল্পনা করছেন যাঁরা, তাঁদের জন্য শুক্রবার দিনটি ভাল। আপনার সাফল্যের পথে বাধা এসে থাকলে তা দূর হওয়ার সম্ভাবনা। প্রতিদ্বন্দ্বীদের সহজেই মোকাবিলা করতে পারবেন। যাতে আপনার অন্য কাজ সহজেই সম্পন্নও হয়ে যাবে। কোনও বিষয় নিয়ে আপনার মনে অশান্তি লেগে থাকতে পারে।
কন্যা রাশির শুক্রবারের রাশিফল (Kanya Rashi Rashifal Tomorrow)
কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য কাল সাহস ও সাহসিকতা বৃদ্ধির দিন। আপনার আত্মবিশ্বাস সম্পূর্ণ থাকবে। বন্ধুদের সঙ্গে কোনও বিনোদনমূলক অনুষ্ঠানে যোগ দিতে পারেন। অপরিচিত কারও কোনও আলোচনায় জড়ানো থেকে বিরত থাকতে হবে। দীর্ঘদিন ধরে কোনও কাজ যদি অমীমাংসিত থেকে থাকে তাও শেষ করা সম্ভব হবে। ভালবাসা ও সহযোগিতার অনুভূতি থাকবে মনে। পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ প্রশস্ত হবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।