কলকাতা: আজ ২২ জুলাই। আজ সোমবার, শুরু হচ্ছে শ্রাবণ মাস। কেমন যাবে দিনটি? কী বলছে রাশিফল? 


তুলা - কালকের রাশিফল (Tula Rashi)
ব্যবসায় বড় কোনও লেনদেন করার হলে খুব ভেবেচিন্তে করতে হবে। স্বাস্থ্যের দিকে পূর্ণ মনোযোগ দিতে হবে। বাড়ির কোনও সমস্যা নিয়ে চিন্তা থাকতে পারে, তবে সেগুলো মায়ের সাহায্যে সমাধান হতে পারে। কোনও কাজের ব্যাপারে আপনার সন্তানের পরামর্শ নিতে হতে পারে। কারও গাড়ি এদিন চালাবেন না।


বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi)
এদিন এই রাশির জাতক-জাতিকারা বিশেষ কিছু কাজ করতে পারেন। কোনও প্রভাবশালী ব্য়ক্তির সঙ্গে দেখা হতে পারে। সন্তানের কর্মজীবন সম্পর্কে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে, তাঁরা এদিন নতুন চাকরি পেতে পারেন। বাড়ির বড় কোনও সদস্যের শারীরিক সমস্যা নিয়ে চিন্তা হতে পারে। আপনার আর্থিক অবস্থা আগের থেকে ভাল হবে।


ধনু রাশি - কালকের রাশিফল  (Dhanu Rashi)
সামাজিক ক্ষেত্রে যাঁরা কাজ করেন, কোথাও চাকরি করেন তাঁদের জন্য় এদিনটি শুভ হতে পারে। কাজের জায়গায় আপনার দায়িত্ব বাড়তে পারে। আপনার অগ্রগতির পথে কোনও বাধা এলেও তা দূর হয়ে যাবে, কাজের ক্ষেত্রে ভুলও এড়াতে পারবেন। ব্য়াঙ্কিং সেক্টরে যাঁরা কাজ করছেন তাঁরা পদোন্নতি পেতে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথাকে পূর্ণ গুরুত্ব দিতে হবে এদিন।


মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi)
অন্য দিনের তুলনায় এদিনটি ভাল কাটবে। ব্য়বসার কোনও পরিকল্পনা থাকলে তা নিয়ে আগেভাগেই সতর্ক থাকুন। সেভাবেই কাজের পরিকল্পনা করে রাখতে হবে। পুরনো কোনও অমীমাংসিত কাজ শেষ হবে। কাউকে ধার দিয়ে থাকলে সেটা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও বিনিয়োগের আগে জীবনসঙ্গীর সঙ্গে ভাল করে পরামর্শ করে নিন। 


কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi)
ভাল ভাবে চিন্তাভাবনা করে তবেই কাজ করতে হবে এদিন। যদিও কোথাও যাওয়ার পরিকল্পনা থাকে তাহলে আগেভাগে সতর্ক থাকুন। যানবাহন থাকলে তার জন্য খরচ হতে পারে এদিন। পরিবারে শুভ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। অংশীদারিত্ব নতুন কিছু শুরু করতে পারেন। 


মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi)
ভাল-মন্দয় মিশিয়ে দিনটি যাবে। অর্থের অভাবে কোনও কাজ শেষ করতে কোনও সমস্যার মুখে পড়তে পারেন। চাকরি সংক্রান্ত কোনো বড় অর্ডার  আপনার হাত থেকে ফস্কে যেতে পারে যদি সতর্ক না হন। টাকা নিয়ে কোনও বন্ধুর সঙ্গে মনোমালিন্য হতে পারে। কাজের জায়গায় মহিলা বন্ধুদের থেকে সতর্ক থাকুন। পরিবারের জন্যও সময় বের করতে হবে। 


তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আরও পড়ুন: ভোটে জয় এসেছে, এবার কাদের জন্য কাজ করবে তৃণমূল? বলে দিলেন অভিষেক


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।