কলকাতা : কলিযুগে শনিদেবকে (Shani Dev) ন্যায়ের দেবতা মনে করা হয়। কর্ম অনুযায়ী তিনি মানুষকে ফল দেন। জ্যোতিষশাস্ত্রে (Astrology) শনিদেবকে নিষ্ঠুর গ্রহ হিসেবে ধরা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, স্ত্রীর অভিশাপে শনিদেব নিষ্ঠুর হয়ে গিয়েছিলেন। কথিত আছে যে, শনির অশুভ প্রভাবে মানুষের জীবনে দুর্ঘটনা এবং ঝামেলা লেগে থাকে। শনিদেব জীবনে অশান্তি সৃষ্টি করে। তাই শনিকে প্রসন্ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হয়।


এটি একটি ধর্মীয় বিশ্বাস যে, শনিবার শনিদেবের সাথে তাঁর ৮ স্ত্রীর নাম উচ্চারণ করা হলে জীবনের সবচেয়ে বড় সংকট দূর হয়ে যায়। শাস্ত্রে বলা আছে, যে কেউ শনিদেবের স্ত্রীদের নাম জপ করতে পারেন। তাতে শনিদেব তাঁকে আশীর্বাদ দেন। শনিদেবের ৮ জন স্ত্রী। কেউ শনি এবং তাঁর স্ত্রীর নাম জপ করলে সর্বদা দুঃখ কেটে গিয়ে সৌভাগ্য ও সুখ নেমে আসবে জীবনে।


স্ত্রী'র অভিশাপ-


কিংবদন্তি অনুসারে, একবার শনিদেবের স্ত্রী সন্তান লাভের ইচ্ছা নিয়ে স্বামীর কাছে গিয়েছিলেন। সেই সময় শনিদেব শ্রীকৃষ্ণের আরাধনায় মগ্ন ছিলেন। স্ত্রীর লাখো চেষ্টাতেও শনিদেবের মনোযোগ বিঘ্নিত হয়নি। এতে শনিদেবের স্ত্রী রেগে গিয়ে তাঁর স্বামী শনিদেবকে অভিশাপ দেন। অভিশাপ দিয়ে বলেন, আজকের পর যে তোমার দিকে তাকাবে তার জীবন নষ্ট হয়ে যাবে। তপস্যা শেষে শনিদেব স্ত্রীর দিকে না তাকানোর কারণ জানালে স্ত্রীর খুব দুঃখ হয়।


এহেন শনিদেব পঞ্চং অনুসারে, ২০২২ সালের জুলাই থেকে মকর রাশিতে বিপরীতমুখী অবস্থায় রয়েছেন। তিনি ২৩ অক্টোবর মকর রাশিতে গমন করবেন। শনিদেব ১৭ জানুয়ারি, ২০২৩ পর্যন্ত মকর রাশিতে থাকবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনি যখন বিপরীতমুখী হন, তখন তিনি 'পীড়িত' থাকেন। এর ফলে চলাচলের গতি কমে যায়।মকর রাশিতে শনির গমনের কারণে সমস্ত রাশি প্রভাবিত হবে। কিছু রাশির জন্য শনির পথটি উপকারী, আবার কারও জন্য ক্ষতিকর প্রমাণিত হবে।


ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)


আরও পড়ুন ; কীভাবে শনি সাড়ে সাতি থেকে মুক্তি ?