5G: আজ পয়লা অক্টোবর দেশে ৫জি (5G) পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, সকাল ১০টায় ভারতে ৫জি নেটওয়ার্ক (5G Service) সার্ভিসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জিও, এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়া, দেশের এই তিন তাবড় টেলিকম সংস্থা প্রধানমন্ত্রীর সামনে ৫জি পরিষেবা (5G Network) নিয়ে খুঁটিনাটি তথ্য পেশ করবে। 


রিলায়েন্স জিও- মুম্বইয়ের একটি স্কুলের শিক্ষক এবং তিনটি আলাদা জায়গা মহারাষত্র, গুজরাট এবং ওড়িশা থেকে ছাত্রছাত্রীদের নিয়ে নিজের প্রেজেন্টেশন উপস্থাপনা করবে রিলায়েন্স জিও সংস্থা। ৫জি পরিষেবা কীভাবে শিক্ষার দুনিয়াকে প্রভাবিত করবে, কীভাবে পড়ুয়াদের কাছে অনায়াসে পৌঁছে যাবেন শিক্ষক শিক্ষিকারা, এইসবই নিজেদের উপস্থাপনায় তুলে ধরবে রিলায়েন্স জিও কর্তৃপক্ষ। ফিজিক্যাল ডিসট্যান্স অর্থাৎ শারীরিক দূরত্ব যে পড়াশোনার ক্ষেত্রে আর বাধা হয়ে দাঁড়াবে না, ৫জি পরিষেবা শিক্ষার জগতকে অনেক সুবিধা দেবে সেটাই বোঝানো হবে। Augmented Reality (AR) আসলে কী এবং এর মাধ্যমে কীভাবে প্রত্যন্ত এলাকার পড়ুয়াদের পঠনপাঠনের জন্য AR ডিভাইস প্রয়োজন--- সবই থাকতে চলেছে রিলায়েন্স জিওর উপস্থাপনায়। 


এয়ারটেল- এই টেলিকম সংস্থার উপস্থাপনার ক্ষেত্রে উত্তরপ্রদেশে এক পড়ুয়াকে সৌরশক্তির সম্পর্কে তথ্য দেওয়া হবে। Virtual reality এবং Augmented reality অর্থাৎ VR এবং AR- এর মাধ্যমে। এক্ষেত্রে সাহায্য করবে ৫জি পরিষেবা। কীভাবে ওই মেয়েটি উপকৃত হবে, নিজের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সঙ্গে শেয়ার করবে। হলোগ্রামের মাধ্যমে অনুষ্ঠানের ডায়াসে নিয়ে আসা হবে ওই মেয়েটিকে। 


ভোডাফোন আইডিয়া- দিল্লি মেট্রোর নির্মীয়মান টানেলে কাজ করার সময় কর্মীদের নিরাপত্তা ৫জি নেটওয়ার্ক পরিষেবার মাধ্যমে কতটা সুরক্ষিত সেটাই বর্ণনা করা হবে ভোডাফোন আইডিয়ার উপস্থাপনায়। এক্ষেত্রে ডিজিটাল টুইন টানেলের কথা বলা হবে। রিমোট কোনও লোকেশন থেকেও কর্মীদের সেফটি অ্যালার্ট পাঠাতে পারবে এই বিশেষ ফিচার। এক্ষেত্রে VR এবং AR- এর সাহায্যে প্রধানমন্ত্রী লাইভ ডেমো দেখতে পাবেন ডায়াস থেকেই। রিয়েল টাইমে কাজ মনিটর করতেও পারবেন। 


দেশের ৮০ শতাংশে যেন ৫জি পরিষেবা স্বল্প সময়ের মধ্যে চালু হয় সেই লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে সরকারের তরফে। ইতিমধ্যেই ভারতে বিভিন্ন ৫জি স্মার্টফোন লঞ্চ হয়েছে। একাধিক নামিদামি সংস্থা ভারতের বাজারে ৫জি ফোন লঞ্চ করেছে। শুধু তাই নয়, ৫জি নেটওয়ার্ক চালু করার ব্যাপারে পাল্লা দিয়ে প্রতিযোগিতায় নেমেছে বিভিন্ন টেলিকম সংস্থা। এক্ষেত্রে তালিকায় রয়েছে রিলায়েন্স জিও, ভোডাফোন আইডিয়া এবং ভারতী এয়ারটেল। 


এশিয়ার বৃহত্তম টেলিকম, মিডিয়া এবং টেকনোলজি ফোরাম হল India Mobile Congress বা IMC। ভারত সরকারের Department of Telecommunications (DoT) এবং Cellular Operators Association of India (COAI)- এর যৌথ উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানেই ভারতের প্রথম ৫জি পরিষেবার সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় সরকারের National Broadband Mission- এর তরফে ট্যুইট করে একথা জানানো হয়েছিল। 


আরও পড়ুন- দীপাবলি উপলক্ষ্যে শুরু হতে চলেছে ফ্লিপকার্টের 'বিগ দিওয়ালি সেল', আইফোন ১৩-র দামে থাকতে পারে ব্যাপক ছাড়