নয়াদিল্লি : তৃতীয় বার মোদি ( Narendra Modi ) সরকারের শুরুটা কেক-ওয়াক হল না। মন্ত্রীরা রাষ্ট্রপতি ভবনে শপথ নেওয়ার পরপরই একের পর এক ইস্যুতে নতুন নির্বাচিত সরকারের দিকে ওঠে অভিযোগের আঙুল। রেল দুর্ঘটনা থেকে নিট-নেটের প্রশ্নফাঁস কেলেঙ্কারির মধ্যেই শুরু হল সংসদের অধিবেশন। আর একাধিক ইস্যুতে সরকারকে চাপে রাখতে সংসদের বাইরে বিক্ষোভ শুরু করল ইন্ডিয়া জোট ( INDIA Alliance ) । নিট-নেট ( NEET - NET ) , রেল দুর্ঘটনা, প্রোটেম স্পিকার নির্বাচনা বিতর্ক - ত্রিফলা চাপে রাখল বিরোধী জোট। তবে অধিবেশন শুরুর আগেই মোদি বললেন , বিরোধীদের গঠনমূলক ভূমিকায় দেখতে চায় দেশ। এবার তাঁর মুখে সকলকে নিয়ে চলার বার্তা শুনল দেশ। তাৎপর্যপূর্ণভাবে বললেন, সরকার চালাতে সংখ্য়াগরিষ্ঠতা প্রয়োজন, দেশ চালাতে চাই সহমত। অষ্টাদশ অধিবেশন শুরুর আগে সহমতের ভিত্তিতে চলার বার্তা দিলেন মোদি।
মোদি বললেন, সরকারের নীতি, প্রচেষ্টায় ভরসা করেছে বলেই তৃতীয় বার ক্ষমতায় এনেছে দেশবাসী। তাই দায়িত্ব যেমন বাড়ল , তেমনই পরিশ্রম করতে হবে অনেক বেশি। ' দায়িত্ব বাড়ল তিনগুন, পরিশ্রমও করব তিনগুন' অধিবেশনের আগে বললেন প্রধানমন্ত্রী। তবে এসব কিছুর মধ্যেই কংগ্রেসকে দিলেন এমার্জেন্সি নিয়ে খোঁচা। বললেন, '২৫ জুন দেশের গণতন্ত্রে যে কালো দাগ লেগেছিল, কাল তার ৫০ বছর পূর্তি'। জরুরি অবস্থার প্রসঙ্গ টেনে নাম না করে কংগ্রেসের উদ্দেশে আক্রমণ শানালে মোদি।
ইন্ডিয়া জোটের ক্রমাগত বিরোধিতার মধ্যেই তিনি বললেন, 'দেশবাসীকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা তিনগুন বেশি পরিশ্রম করব। দেশের মানুষ বিরোধীদের গঠনমূলক ভূমিকায় দেখতে চায়। আশা করি বিরোধীরা এবার দেশবাসীর সেই আকাঙ্খা পূরণ করবেন। আমরা ভারতকে দারিদ্র থেকে খুব শীঘ্রই মুক্তি দিতে পারব'
জনতা জনার্দনকে ধন্যবাদ জানিয়ে মোদি বললেন, 'স্বাধীনতার পর দ্বিতীয়বার কোনও সরকারকে টানা ৩ বার দেশবাসী সেবার সুযোগ দিয়েছে। ' তাই আরও দায়িত্বশীল ভূমিকা পালনের কথা বললেন তিনি।
অন্যদিকে অধিবেশনের শুরুতেই সোমবার সংবিধান হাতে নিয়ে বিক্ষোভ দেখান ইন্ডিয়া জোটের সংসদরা। সেখানে দেখা যায়, তৃণমূল কংগ্রেসের সংসদদেরও।
আরও পড়ুন :
লোকসভার অধিবেশনের প্রথমদিনই ঝড়ের পূর্বাভাস, কোন কোন ইস্যুতে মোদি সরকারকে চেপে ধরবে বিরোধীরা?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।