খারাপ নজর এড়ানোর জন্য অনেকেই গলায়  হাতে বা পায়ে কালো সুতো পরেন। দেখতে অনেকটা তাবিজের সুতোর মতো।  কেউ কেউ কোমরে কালো সুতোও পরেন। ছোট শিশুদের তো প্রায়ই কোমরে কালো সুতো বাঁধা হয়। ৃ জ্যোতিষশাস্ত্র, লাল-পুস্তক, তন্ত্র-মন্ত্রে কালো সুতো পরার অনেক উপকারিতার কথা বলা হয়েছে। এতে অনেক ধরনের ঝামেলা ও সমস্যা যেমন এড়ানো যায়, তেমনি রয়েছে আরও অনেক উপকারিতা। পুরোটাই মানুষের মনের বিশ্বাস। তবে অনেকেই এই সুতো থেকে উপকার পেয়েছেন বলে দাবি। 


কালো সুতো পরার উপকারিতা


কালো রঙ শনি গ্রহের সঙ্গে সম্পর্কিত। কালো সুতো পরলে কুণ্ডলীতে শনি দৃঢ় হয়। এর পাশাপাশি শনির অশুভ প্রভাব থেকেও মুক্তি পাওয়া যায়। যারা শনির ছায়ায় থাকেন, কালো সুতো পরলে তাদের কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়।



  • শনি দোষ থেকে মুক্তি পেতে গলায় বা হাতে কালো সুতো পরতে হবে। এটি অনেক স্বস্তি দেয় এবং নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে। এমনটা বিশ্বাস অনেকের ।

  • গর্ভবতী মহিলারা কালো সুতোয় ৭টি গিঁট বেঁধে পায়ে পরলে গর্ভাবস্থায় নানা ব্যথা থেকে মুক্তি পাওয়া যায়। এর পাশাপাশি রয়েছে নেতিবাচক শক্তির হাত থেকে সুরক্ষা। 

  • কর্মক্ষেত্রে শত্রুরা ক্ষতির কারণ হলে হাতে কালো সুতো বেঁধে রাখুন। আপনার শত্রদের চেষ্টা ব্যর্থ হবে। 

  • অনেক জায়গায় বিয়ের কনেকে কালো সুতো বা কালো চুড়ি পরানো হয়। এটি কনেকে খারাপ নজর থেকে রক্ষা করার জন্য করা হয়, যাতে সে তার নতুন জীবনে সুখে প্রবেশ করে এবং সুখী বিবাহিত জীবন উপভোগ করে।

  • যদি আপনার শরীর বারবার খারাপ হয় বা আপনি যদি কোনও গুরুতর রোগে ভোগেন,  তবে চিকিত্সার পাশাপাশি আপনার কোমরে কালো সুতো বেঁধে রাখুন। এর ফলে নেতিবাচক শক্তি চারপাশে আসবে না এবং স্বাস্থ্যের উন্নতি হবে। 

  • আপনি যদি জীবনে বারবার বাধার সম্মুখীন হন, সমস্ত প্রচেষ্টার পরেও আপনি আপনার কাজে ব্যর্থ হন, তবে আপনার হাতে একটি কালো সুতো বেঁধে রাখুন। 

    ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)